Health Tips: গরমের মহৌষধ! শশা ভাল কি না বুঝবেন কী করে, সহজ ৪ পদ্ধতির মাধ্যমে সেরাটা চিনে নিন
- Published by:Sanchari Kar
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Health Tips: বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও কৃষি বিশেষজ্ঞ ড. সন্তোষ পান্ডে বলেন, শসা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হয়।
advertisement
এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান পাওয়া যায়। শশাতে প্রায় ৯৬% জল থাকে। গ্রীষ্মের ঋতুতে এটি হাইড্রেশনের জন্য সেরা বলে বিবেচিত হয়। তবে, কখনও কখনও শশার স্বাদ তেতো হয়ে যায়। অনেক সময় বড় বড় বীজের কারণেও আমরা শশা খেতে চাই না।
advertisement
বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও কৃষি বিশেষজ্ঞ ড. সন্তোষ পান্ডে বলেন, শশা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হয়। প্রথমত, খোসার দিকে মনোযোগ দিতে হবে, খোসা সবুজ এবং সামান্য হলুদ বর্ণের হলে শশা টাটকা হবে, এর স্বাদও তেতো হবে না। এর পাশাপাশি খুব বড় ও মোটা শশা কেনা উচিত নয়। এর ভিতরে বড় বড় বীজ থাকে। এই কারণে স্বাদ তেতো হয়।
advertisement
advertisement
তবে মনে রাখতে হবে যে, শশা তৈরিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয়। কীটনাশক ব্যবহার করার কয়েক ঘণ্টার মধ্যে শশা বাজারে নিয়ে যাওয়া হয়। এই ক্ষতিকারক কীটনাশক আমাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই বাজার থেকে শশা কিনে খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এতে কীটনাশকের প্রভাব কিছুটা হলেও কমানো যায়।
advertisement