corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে সঙ্গিনী আর আপনি, সঙ্গমের সেরা সময় কোনটা, কী বলছে গবেষণা

লকডাউনে সঙ্গিনী আর আপনি, সঙ্গমের সেরা সময় কোনটা, কী বলছে গবেষণা
জানুন যৌনমিলনের সঠিক সময়। প্রতীকী ছবি

ওয়ার্ক ফর্ম হোমের দিনগুলি তাই শুরু করা যেতে পারে সঙ্গিনীর সঙ্গে ঘন হয়েই। সারাদিন চনমনে থাকতে এ দাওয়াই অব্যর্থ।

  • Share this:

যৌনমিলন এর কোনও সময় অসময় হয় না। তা যে কোনও দম্পতিই জানেন। ঘড়ির কাটা ধরে আর যাই হোক ঘনিষ্ঠতা হয় না। কিন্তু গোটা দিনে এমন সময়ও কি রয়েছে যখন মিলিত হলে গোটা দিন মসৃণ হয়ে উঠবে? বিশেষত এখন যখন গোটা দিনই বাড়িতে থাকতে হচ্ছে, বাড়ি থেকেই অফিস করতে হচ্ছে?

অতীতের এক সমীক্ষা বলছে, হযদিও একেক দম্পতির স্বাচ্ছন্দ্য একেক সময় তবে যৌন সম্পর্ক স্থাপনের সময়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছে গোটা দিনের কর্মক্ষমতা। আন্তর্জাতিক পত্রিকা 'বাসল'-আয়োজিত ওই সমীক্ষায় দেখা যাচ্ছে ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৩ শতাংশ মহিলা ভোরবেলায় যৌনতার পক্ষে সওয়াল করছেন। এই পরিতৃপ্তিই তাঁদের সারা দিনের কাজের উৎসাহ জোগান দিচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে।

ওয়ার্ক ফর্ম হোমের দিনগুলি তাই শুরু করা যেতে পারে সঙ্গিনীর সঙ্গে ঘন হয়েই। সারাদিন চনমনে থাকতে এ দাওয়াই অব্যর্থ।

Published by: Arka Deb
First published: March 25, 2020, 6:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर