Suleimani Tea: দুধ ও চিনি নৈব নৈব চ, এই চা পরিবেশিত হয় বিরিয়ানির পরে

Last Updated:

ডার্ক সার্কল এবং ছত্রাকজনিত সংক্রমণ নিয়্ন্ত্রণ করতেও চা কার্যকর৷ শুনে বিস্মিত হবেন না৷ সেরকম চা-ও হাজির হতে পারে আপনার জন্য৷ নাম তার সুলেইমানি চা (Suleimani Tea)৷

শ্রান্তি কাটাতে চা (Tea) জুড়িহীন৷ বর্ষায় চায়ের মাহাত্ম্য এক ও অদ্বিতীয় (Tea in Monsoon)৷ ডার্ক সার্কল এবং ছত্রাকজনিত সংক্রমণ নিয়্ন্ত্রণ করতেও চা কার্যকর৷ শুনে বিস্মিত হবেন না৷ সেরকম চা-ও হাজির হতে পারে আপনার জন্য৷ নাম তার সুলেইমানি চা (Suleimani Tea)৷
হালফ্যাশনের চা-পান রীতিতে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের চা৷ খাদ্য ও পানয় গবেষকদের মত, মধ্যপ্রাচ্যে প্রচলিত এক প্রাচীন পানীয়র সঙ্গে চা মিশিয়ে এই নতুন পানীয় উদ্ভব ঘটে আরবে৷ তার পর আরব বণিকদের মাধ্যমে তা এসে পৌঁছয় দক্ষিণ মালাবারে৷ এর পর তার সঙ্গে মিশে যায় স্থানীয় কিছু পানীয় রীতিও৷
মালাবার উপকূলের কেরলে সুলেইমানি চা পানের রীতি প্রচলিত৷ বিরিয়ানির মতো ভারী খাবারের পর পরিবেশন করা হয় এ চা৷ বলা হয়, এই পানীয় গুরুপাক খাবার হজম করতে সাহায্য করে৷ অনেক ক্ষেত্রে বিয়ের আসরে ভুরিভোজের অন্যতম অঙ্গ হল সুলেইমানি চা৷ কাচের বাহারি গ্লাসে কিছু জাফরান কুচি সহযোগে এই চা পরিবেশন করাই রীতি৷
advertisement
advertisement
আরও পড়ুন : মধুমেহ, উচ্চরক্তচাপ বা হৃদরোগ, একাধিক সমস্যায় উপকারী রসুন-চা
বাড়িতেও খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুলেইমানি চা৷ কী করে করবেন? পাত্রে পরিমাণমতো জল ফুটতে দিন৷ এ বার এক এক করে মেশান দারচিনি, এলাচ ও পুদিনাপাতা৷ পাত্রের জল ফুটে অর্ধেক হয়ে গেলে মিশিয়ে নিন পরিমাণ মতো চা পাতা৷ তার পর বন্ধু করে দিন গ্যাসের আঁচ৷ পাত্রের মুখ ঢেকে দিন৷ এ ভাবে রাখুন পাঁচ মিনিট ৷ তার পর ছেঁকে নিন ভাল করে৷ এ বার মিশিয়ে নিন মধু ও লেবুর রস৷ গ্লাসের উপর ভাসিয়ে দিন দু’টো পুদিনাপাতা৷ বিশেষ কাউকে পরিবেশনের আগে দিতে পারেন জাফরানের স্পর্শও৷
advertisement
আরও পড়ুন : কাবাবও নাকি পুষ্টিকর! যদি হয় এই উপাদানে তৈরি
শ্রান্তি দূর করার পাশাপাশি সুলেইমানি চা পরিপাকক্রিয়া উন্নত করে৷ এই পানীয়ের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে৷ ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণও দূর করে৷ মনে রাখবেন এই চায়ে দুধ ও চিনির ব্যবহার কিন্তু নৈব নৈব চ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Suleimani Tea: দুধ ও চিনি নৈব নৈব চ, এই চা পরিবেশিত হয় বিরিয়ানির পরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement