Banarasi Paan Tea: চায়ের মধ্যে পানের টেস্ট! চা খেলেই পানের স্বাদ পাবেন! চা-পান মিলছে কোথায় জানেন?
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
Last Updated:
বিশেষ চায়ের খেতে সুস্বাদু অনেকটাই। কোচবিহারের এক ক্যাফে এই নতুন ধরনের চা নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যেই এই নতুন স্বাদের চা সকলের মন জয় করতে পেরেছে। এই চায়ের নাম ‘পান চা’।
কোচবিহার: শীতকাল আসতেই বিভিন্ন চায়ের দোকানে ভিড় জমতে শুরু করে। এমনিতেই চা কিন্তু বেশ অনেকটাই স্বাস্থ্যকর পানীয়। তেমনি অনেকেই আবার পান খেয়ে থাকে। তবে চা এর মধ্যেই যদি পানের স্বাদ থাকে তবে কেমন হয়? ভাবছেন এটা হতেই পারে না। তবে এটা একেবারেই সত্যি।
এই বিশেষ চায়ের খেতে সুস্বাদু অনেকটাই। কোচবিহারের এক ক্যাফে এই নতুন ধরনের চা নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যেই এই নতুন স্বাদের চা সকলের মন জয় করতে পেরেছে। এই চায়ের নাম ‘পান চা’। এই চায়ের নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সম্পূর্ণ বিষয়টি। একেবারে সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্ছে এই চা।
আরও পড়ুন আরও পড়ুন Vegetable with Medicine Value: স্বাস্থ্যের জন্য ‘অমৃত’, ডায়বেটিস থেকে কোলেস্টরলের যম, রোজকার ডায়েটে রাখলে দূরে পালাবে একাধিক রোগ
ক্যাফের কনর্ধার শম্ভু রক্ষিত জানান, “বিস্কুট কাপে এই চায়ের দাম মাত্র ৩৫ টাকা এবং মাটির ভাড়ে ২৫ টাকা মূল্যে দেওয়া হচ্ছে। কোচবিহারের মানুষরা যথেষ্ট পছন্দ করছেন এই ‘পান চা’। প্রতিদিন অনেক মানুষ এই চা খেতে আসছেন সন্ধ্যে নামলেই। বিশেষ ধরনের এই চায়ের চাহিদা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারের মানুষদের মধ্যে। তবে কোচবিহারে বাইরে থেকে যে সমস্ত মানুষেরা আসেন। তাঁদের মধ্যেও সমান পছন্দের তালিকায় রয়েছে এই ‘পান চা’। ক্যাফের শুরুর সময় থেকেই এই চায়ের নামে বহু মানুষ আকর্ষণ হয়েছিলেন। যারা জানেন তাঁরা প্রায় রোজই আসেন। আর যারা নতুন আসেন তাঁরা খেয়ে প্রশংসা করেন।”
advertisement
advertisement
আরও পড়ুন Kanchagolla Sweet: গোল নয় তবুও নাম কাঁচাগোল্লা! তুলতুলে মিষ্টি মুখে দিলেই গলে যাবে, কেন এমন নাম?
তিনি আরও জানান, “সাধারণ দুধ চা যেভাবে তৈরি হয়। ঠিক একই ভাবে তৈরি হয় এই চা। তবে চা কাপে ঢালার আগেই মিশিয়ে দেওয়া হয় এই বিশেষ বেনারসি পানের স্বাদ। তারপর সেই চা কাপে পরিবেশন করে দেওয়া হয় গ্রাহকদের। এই স্বাদের জিনিসটি একেবারেই খারাপ নয় শরীরের জন্য। তাই যে কেউ খেতে পারবেন এটি। ছোট থেকে বড় সকলেই এই চায়ের মজা উপভোগ করতে পারবেন। বিশেষ করে ছোটদের এই চায়ের স্বাদ দারুণ লাগে। অনেক বড়রাও এই চায়ের স্বাদে মেতে ওঠেন।” তবে কোচবিহারের এই দোকানে যেভাবে নিত্যনতুন চায়ের স্বাদ পাওয়া যাচ্ছে। এতে চা প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ক্যাফে।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 3:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Banarasi Paan Tea: চায়ের মধ্যে পানের টেস্ট! চা খেলেই পানের স্বাদ পাবেন! চা-পান মিলছে কোথায় জানেন?