Bengali Sweet: মিষ্টি অথচ কামড়ালে পাবেন ঝালের ছোঁয়া! দারুণ স্বাদের মেলবন্ধনে তৈরি ‘চন্দ্রকোনা’, মিষ্টির দুনিয়ায় নতুন চমক
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
পুরুলিয়া জেলার নিতুড়িয়ার গোবাগ গ্রামে তৈরি হয় এক অভিনব মিষ্টান্ন ‘চন্দ্রকোনা’! অনন্য এই মিষ্টান্নের খ্যাতি দিনে দিনে ছড়িয়ে পড়ছে পুরুলিয়া জেলাজুড়ে।
পুরুলিয়া: পুরুলিয়া জেলার নিতুড়িয়ার ছোট্ট গ্রাম গোবাগ। সেখানকার একটি নির্দিষ্ট দোকানে তৈরি হয় এক ব্যতিক্রমী মিষ্টান্ন, যার নাম ‘চন্দ্রকোনা’। নামটি যেমন চমকপ্রদ, স্বাদেও তেমনই এক নতুনত্বের ছোঁয়া। সাধারণ মিষ্টির প্রচলিত ধারা থেকে সরে এসে চন্দ্রকোনা মিষ্টির জগতে এনেছে এক নতুন স্বাদের দিগন্ত।
এই অভিনব মিষ্টি তৈরি হয় সুজি, তেল, নুন, চিনি, লঙ্কা, বেশন এবং বিভিন্ন মশলার নিখুঁত মিশ্রণে। ফলে এতে তৈরি হয় ঝাল ও মিষ্টির এক অদ্ভুত রোমাঞ্চকর সংমিশ্রণ। মুখে দিলেই প্রথমে ধরা দেয় মিষ্টির কোমল স্পর্শ, তারপর ধীরে ধীরে জেগে ওঠে লঙ্কা ও মশলার ঝাঁজ। এই স্বাদের বিপরীত মেলবন্ধনই চন্দ্রকোনাকে করে তুলেছে সত্যিই অনন্য ও স্মরণীয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
চন্দ্রকোনার আরও একটি বিশেষ দিক হল এর সীমিত প্রাপ্যতা। এই মিষ্টান্ন শুধুমাত্র গোবাগ মোড়ের একটি নির্দিষ্ট দোকানেই তৈরি ও বিক্রি হয়। দাম মাত্র ছয় টাকা হলেও, স্বাদের অনন্যতার জন্য এর কদর দিন দিন বেড়েই চলেছে। প্রথমে কেবল স্থানীয় মানুষদের মধ্যেই জনপ্রিয় ছিল, কিন্তু এখন গোবাগ ছাড়িয়ে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়েছে ‘চন্দ্রকোনা’ নামটি।
advertisement
মিষ্টি আর ঝাল, এই দুই বিপরীত স্বাদকেও যে সফলভাবে একসঙ্গে আনা যায়, তা চন্দ্রকোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজ চন্দ্রকোনা শুধু একটি মিষ্টান্ন নয়, গোবাগের গর্ব এবং পুরুলিয়ার মিষ্টির মানচিত্রে এক উজ্জ্বল সংযোজন। এই সৃজনশীল প্রয়াস আমাদের মনে করিয়ে দেয়। আসল স্বাদ শুধু উপকরণে নয়, বরং চিন্তা ও কল্পনার সাহসিকতাতেই লুকিয়ে থাকে।
advertisement
শান্তনু দাস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 5:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengali Sweet: মিষ্টি অথচ কামড়ালে পাবেন ঝালের ছোঁয়া! দারুণ স্বাদের মেলবন্ধনে তৈরি ‘চন্দ্রকোনা’, মিষ্টির দুনিয়ায় নতুন চমক