Bankura News: সব জায়গায় ভাইফোঁটা পালিত হলেও, বাঁকুড়ার এই গ্রামে ভাইকে ফোঁটা দেন না বোনেরা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা,' এই কথাটা শোনা যায় না, বাঁকুড়া জেলার বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া দুই নম্বর ব্লকের বদড়া গ্রামে। এই গ্রামে পালন করা হয় না ভাইফোঁটা। কী অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা,’ এই কথাটা শোনা যায় না, বাঁকুড়া জেলার বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া দুই নম্বর ব্লকের বদড়া গ্রামে। এই গ্রামে পালন করা হয় না ভাইফোঁটা। কী অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। বৃহস্পতিবার গোটা রাজ্যে চলবে ভাইফোঁটা উৎসব। আর তখনই বাঁকুড়ার এই গ্রামে বোনেরা ফোঁটা দেবে না ভাইদের। দীর্ঘ দিন ধরে এমনটাই হয়ে আসছে। তবে কি কারণ রয়েছে সেটা জানলে আরও অবাক হবেন।
গ্রামেরই এক বাসিন্দা জানান আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর আগে এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। তৎকালীন সময়ে ভাইফোঁটার দিনে ক্ষত্রিয়দের একজন জঙ্গলে যান কোনও কারণে। তারপর সেই জঙ্গলে হিংস্র বাঘের হাতে প্রাণ হারান তিনি। এরপর থেকেই বদড়া গ্রামে রায় পাড়ায় পালিত হয় না ভাইফোঁটা। মোট ৬৫টি পরিবারের বড় অংশে পালন হয় না ভাইফোঁটা। যদিও অন্যান্য পাড়ায় সাধারণভাবে পালন হয় ভাইফোঁটা।
advertisement
advertisement
বদড়া গ্রামকে কেন্দ্র করে রয়েছে আরও অনেক কাহিনি। এই গ্রামে মূর্তি পুজো হয় না। গ্রামে রয়েছে মহামায়ার থান। মা মহামায়া মায়ের প্রতি রয়েছে গ্রামবাসীদের একনিষ্ঠ ভক্তি। পরবর্তী কালে গ্রামে শুরু হয় ভাইফোঁটা কিন্তু ঘটে যায় জমি সংক্রান্ত কিছু সমস্যা। শুরু হয় মামলা মোকদ্দমা, এমনটাই জানিয়েছেন গ্রামবাসী। তারপর আবারও বন্ধ হয়ে যায় ভাইফোঁটা পালন। দীর্ঘ দিন ধরে দিদি বা বোনেদের হাতের ভাইফোঁটা স্বাদ পেত না বদড়া গ্রামের রায়পাড়া রায়পাড়ার ছেলেরা। অবশেষে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়া জেলার বদড়া গ্রামেও। গ্রামবাসীদের আধুনিক চিন্তাধারা অনুযায়ী কিছু কিছু পরিবারে পালিত হচ্ছে ভাইফোঁটা। বিগত কয়েক বছর ধরেই গ্রামের রায় পাড়ার একটি ছোট্ট অংশে চলছে ভাই ফোঁটা পালন।
advertisement
বাঁকুড়া জেলা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু না বলা গল্প এবং কিংবদন্তি। বাঁকুড়ার পল্লী সমাজের অলিতে গলিতে রয়েছে বিশেষ প্রথা এবং বিশ্বাস। প্রত্যেকটি বিশ্বাসের পিছনেই রয়েছে একটি করে কারণ এবং তার বর্তমান প্রেক্ষাপট। ভাই ফোঁটা উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার বদড়া গ্রামের রায়পাড়ার প্রেক্ষাপট তুলে ধরা হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
October 22, 2025 11:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: সব জায়গায় ভাইফোঁটা পালিত হলেও, বাঁকুড়ার এই গ্রামে ভাইকে ফোঁটা দেন না বোনেরা
