South 24 Parganas News: রেস্তরাঁ ‌যেন তালসারি, চেয়ার-টেবিল সবই সেজেছে তালগাছে

Last Updated:

পকোড়া, কাবাব, মোগলাই, চাউমিন, স্যাণ্ডউইচ, ম্যাগি, সুপ, চা কিংবা আইসক্রিম... কোনটা ছেড়ে কোনটা খাবেন? আপনার জন্য এক সে বরকর এক খাবারের খাজানা নিয়ে 'ক্যাফে কুল কলকাতা'

+
মনকাড়া

মনকাড়া রেস্টুরেন্ট 

দক্ষিণ ২৪ পরগনা: পকোড়া, কাবাব, মোগলাই, চাউমিন, স্যাণ্ডউইচ, ম্যাগি, সুপ, চা কিংবা আইসক্রিম… কোনটা ছেড়ে কোনটা খাবেন? আপনার জন্য এক সে বরকর এক খাবারের খাজানা নিয়ে ‘ক্যাফে কুল কলকাতা’, বাইপাসের রাজপুর বাদামতলায়। একদম বাইপাসের ধারে, খুঁজে পাবেন এই ছোট্ট কিন্তু মনকাড়া রেস্তরাঁটি। ঢুকতেই চোখে পড়বে অভিনব সাজসজ্জা। তাল গাছ কেটে তৈরি করা চেয়ার আর টেবিল। উপরের দিকে তাকালে দেখা যাবে নারকেল দড়ি দিয়ে তৈরি ঝুলন্ত কারুকাজ। টেবিলের গায়েও সেই ছোঁয়া। শুধু খাওয়ার জন্যই নয়, চোখের আরামও পাবে এই জায়গায়।
রেস্তরাঁর এক পাশে রয়েছে একটি ঠাকুর ঘর, যা আরও একটুখানি ঘরোয়া আবহ এনে দেয়। প্রতিটি টেবিলে রয়েছে একটি করে আলো, যার উপরে লাল কাপড়ের ঢাকনা। সন্ধের আলো পড়লে জায়গাটা হয়ে ওঠে আরও মায়াবী, আরও রোম্যান্টিক। রয়েছে এসি জোনও ৷ আর যদি সঙ্গে ব্যাগ বা হেলমেট থাকে, তার জন্যও রয়েছে আলাদা জায়গা। শুধু খেতে নয়, ঘরোয়া পার্টির জন্যও ‘ক্যাফে কুল’-এ বুকিং করা যায়। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে খাবার আগে থেকে বানিয়ে রাখা হয় না। অর্ডার করার পরই রান্না শুরু হয়, একেবারে টাটকা, ঘরের মতো খাঁটি স্বাদ। তাই হাতে একটু সময় নিয়ে আসুন। খাবার, পরিবেশ আর ভালোবাসা…সব একসঙ্গে পেতে ঘুরে যান ‘ক্যাফে কুল কলকাতা’য়।
advertisement
সুমন সাহা
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
South 24 Parganas News: রেস্তরাঁ ‌যেন তালসারি, চেয়ার-টেবিল সবই সেজেছে তালগাছে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement