নববর্ষে অতিথিদের স্বাগত জানাতে বানান এই বিশেষ পানীয়, অল্প খরচেই নিউ ইয়ারের স্বাদ বদলে যাবে
- Published by:Anulekha Kar
Last Updated:
নববর্ষের দিন অতিথিদের স্বাগত জানাতে তৈরি করা যেতে পারে কিছু বিশেষ পানীয় দিয়ে । আসুন জেনে নেওয়া যাক নববর্ষে সুস্বাদু পানীয় তৈরির কিছু সহজ টিপস।
আজ ২০২৩ এর প্রথম দিন। ইংরেজি নববর্ষের দিন কোনও উৎসবের চেয়ে কম নয়। নববর্ষের দিন বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু নববর্ষে অতিথিদের জন্য বিশেষ আপ্যায়ন তো করতেই হবে তাই সন্ধে বেলার পার্টিতে অতিথিদের জন্য বিশেষ পানীয় বানানো যেতেই পারে।
নববর্ষের দিন অতিথিদের স্বাগত জানাতে তৈরি করা যেতে পারে কিছু বিশেষ পানীয় । আসুন জেনে নেওয়া যাক নববর্ষে সুস্বাদু পানীয় তৈরির কিছু সহজ টিপস।
advertisement
ফলের রস- নববর্ষে অতিথিদের জন্য ফলের রস পানীয় হিসাবে দেওয়া যেতে পারে। এই পানীয় পরিবেশনের মাধ্যমে একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর নতুন বছর শুরু করা যেতেই পারে। এমন পরিস্থিতিতে নতুন বছরে বাড়িতে আগত অতিথিদের জন্য তৈরি করা যেতে পারে কমলার রস, মুসম্বি লেবুর রস ও লেবুর শরবত। এছাড়া তরমুজের রসও বানানো যেতে পারে।
advertisement
চকোলেট হ্যাজেলনাট মিল্কশেক- এই বিশেষ মিল্কশেক দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো যেতে পারে। এক্ষেত্রে চকলেট মিল্কশেক তৈরি করতে দুধ, কোকো পাউডার, চকোলেটের টুকরো এবং বরফের টুকরো ভালভাবে মিশিয়ে নিতে হবে।
শসা মোজিটো- এছাড়াও আপনি নববর্ষে অতিথিদের জন্য শসা মোজিটো তৈরি করতে পারেন। এটি পানীয়টি তৈরি করতে, কয়েক টুকরো শসার, চিনি এবং লেবুর রসের জুস তৈরি করতে হবে। এবার এই জুসে বরফের টুকরো দিতে হবে এরপর ভাল করে গার্নিশিং করে অতিথিদের সামনে পরিবেশন করুন আপনার হোমমেড শসা মোজিটো।
advertisement
চেরি জিঞ্জার আইস টি - নতুন বছরে চেরি আদা আইস টি দিয়ে অতিথিদের স্বাগত জানানো যেতে পারে । এটি তৈরি করতে আদার রস, চেরি জুস, আঙুরের রস, ভ্যানিলা ও চিনি লাগবে। প্রথমে চিনি ও আঙুরের রস ভাল করে মিশিয়ে বয়ামে ভরে নিতে হবে। এবার এই বয়ামটি কিছু সময়ের জন্য ফ্রিজে রাখতে পারেন । ব্যাস সহজেই তৈরি হয়ে যাবে চেরি জিন্ডার আইস টি। চাইলে এতে সামন্য গ্রিন টিও মেশানো যেতে পারে।
advertisement
জলজিরার জল- নববর্ষে অতিথিদের জলজিরাও দেওয়া যেতে পারে। এটি তৈরি করতে জলে পুদিনা পাতা, ভাজা জিরা, কালো লবণ এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে । এরপর এতে বরফের টুকরো দিয়ে অতিথিদের পরিবেশন করতে পারেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2023 12:39 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নববর্ষে অতিথিদের স্বাগত জানাতে বানান এই বিশেষ পানীয়, অল্প খরচেই নিউ ইয়ারের স্বাদ বদলে যাবে