বাহুমূলের কালো দাগে অতিষ্ঠ? এই ঘরোয়া টোটকাতেই মুশকিল আসান
- Published by:Anulekha Kar
Last Updated:
সেক্ষত্রে কিছু সহজ ঘরোয়া প্রতিকার বাহুমূলের কালো দাগ দূর করতে অত্যন্ত সাহায্য করে।
বাহুমূল কালো হওয়ার একটি বড় কারণ হল হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা। এই ক্রিমে থাকা বিভিন্ন রাসায়নিক বাহুমূলের রঙ কালো করে দেয় । এছাড়াও, বাহুমূলে কোনও ফুসকুড়ি বের হলে সেই দাগও যেতে অনেক সময় নেয়।
সেক্ষত্রে কিছু সহজ ঘরোয়া প্রতিকার বাহুমূলের কালো দাগ দূর করতে অত্যন্ত সাহায্য করে।
শীতেই বাহুমূলের পরিচর্যা করা ভাল তাতে গরম পড়তে পড়তে বাহুমূলের দাগ-ছোপ সম্পূর্ণ দূর করা যাবে। বাহূমূলের কালো দাগ দূর করতে একটি বিশেষ ঘরোয়া মাস্ক ব্যবহার করা যেতে পারে। এই মাস্কটি তৈরি করতে একটি পাত্রে কফির সঙ্গে মধু মিশিয়ে নিতে হবে । এরপর এই মাস্কটি কালো দাগ হওয়া অংশে ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে।
advertisement
advertisement
এতে ত্বকের মৃত কোষ সহজেই দূর হয়। এ ছাড়াও দুধে জাফরান দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। জাফরান মেশানোর পর দুধ হলুদ হয়ে গেলে তুলোর সাহায্যে বাহুমূলে লাগাতে হবে।
অনেক সময় আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ ও কালচে হয়ে যায়। বাহুমূলে অ্যালোভেরা জেল দিয়ে পরিষ্কার করা যেতে পারে। সকালে বা সন্ধ্যায় বাহুমূলে অ্যালোভেরা জেলও লাগানো যেতে পারে ।
advertisement
একটি কাঁচা আলু ছেঁকে নিয়ে রস বের করে নিতে হবে। এই রসটি তুলো দিয়ে বাহুমূলে লাগাতে হবে এবং ১০ থেকে ১৫ মিনিট পর ত্বক ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করা যেতে পারে।
advertisement
১ চামচ হলুদে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে এবং ১৫ থেকে ২০ মিনিট বাহুমূলে রাখার পর ধুয়ে ফেলতে হবে। ত্বক ধোয়ার পর ময়েশ্চারাইজার লাগাতে হবে।সপ্তাহে ২ থেকে ৩ বার স্নানের ১৫ মিনিট পর বাহুমূলে নারকেল তেল লাগাতে হবে। এটি ত্বক পরিষ্কার করতে এবং ময়লা দূর করতে সহায়তা করে। এতে বাহুমূলে দূর্গন্ধও হয় না।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Location :
First Published :
December 27, 2022 3:51 PM IST