এই ঘরোয়া মাস্কেই দূর হবে ত্বকের সমস্যা, দাগ-ছোপ তাড়াতে আজ থেকেই ব্যবহার করুন

Last Updated:

ত্বকের জন্য কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করলে আশ্চর্যজনক উপকার মিলতে পারে।

ত্বকের যত্ন নিতে বেসনের কোনও তুলনা হয় না। এটি ত্বকের বিভিন্ন সমস্যা  নিরাময় করতে পারে এবং ত্বকে প্রাণ আনে। ত্বকে দাগ আছে কি না, ত্বক শুষ্ক ও শুকিয়ে গিয়েছে বা ট্যানিং দূর করতে চাইলে বেসন সব ক্ষেত্রেই উপকারী।
ত্বকের জন্য কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করলে আশ্চর্যজনক উপকার মিলতে পারে।
advertisement
বেসনের  অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করে। যাদের মুখে ব্রণের কারণে দাগ হয়েছে তারা এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
একটি পাত্রে ২ চামচ বেসন নিতে হবে এবং প্রয়োজন মতো হলুদ এবং গোলাপ জল যোগ করে একটি পেস্ট তৈরি করতে হবে। এই প্যাকটি মুখে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে। ত্বকের সমস্যা দূর করার জন্য এই ঘরোয়া উপাদান অত্যন্ত উপকারী।
advertisement
একটি কলা নিতে হবে  এতে ২ চামচ বেসন ও দুধের সঙ্গে  ভাল করে  মিশিয়ে নিতে হবে। এটি  ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং কোলাজেন বৃদ্ধিতেও সাহায্য করে।
বেসন দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক মুখের ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে ভালো প্রভাব দেখায়। এটি তৈরি করতে, একটি পাত্রে ২ চামচ মুলতানি মাটি এবং এক চামচ বেসন নিন। গোলাপ জল মিশিয়ে ঘনত্ব কমিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট মুখে রাখার পর ধুয়ে ফেলুন এবং মুখে ময়েশ্চারাইজার লাগান।
advertisement
পিগমেন্টেশন বা কালো দাগ দূর করতে একটি বিশেষ প্যাক বানানো যেতে পারে। ২ চামচ বেসন এর মধ্যে আধ চামচ লেবুর রস, এক চামচ দই এবং এক চিমটি হলুদ মিশিয়ে নিতে হবে। এই পেস্টটি ১৫থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর হালকা হাতে ঘষে তা থেকে মুক্তি পান। সপ্তাহে ২বার এই প্যাক লাগানো যেতে পারে।
advertisement
ব্ল্যাকহেড দূর করার জন্য বেসন এবং পেঁপে দিয়ে তৈরি একটি ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। এটি প্রয়োগ করতে, একটি পাত্রে ১ চামচ বেসন এবং ৫ থেকে ৬ টুকরা পেঁপে নিয়ে একটি ব্লেন্ডারে পিষে নিতে হবে। এই প্যাকে প্রয়োজন মতো গোলাপ জল মেশাতে হবে। এই প্যাকটি মুখে ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই ঘরোয়া মাস্কেই দূর হবে ত্বকের সমস্যা, দাগ-ছোপ তাড়াতে আজ থেকেই ব্যবহার করুন
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement