পেটের সমস্যা নিমেষে দূর করবে এই বেগুনি জুস, কীভাবে বানাবেন? জেনে নিন

Last Updated:

এই জুস পেটের সব ধরনের সমস্যা দূরে রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে ।

শীতে অনেকেই জল পান করেন। তাই শীতে ডিহাইড্রেশনের সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এর ফলে পেটে গ্যাস, বদহজমের সমস্যা হতে পারে।
কিন্তু পেটের সমস্যা দূরে রাখতে চাইলে বিভিন্ন ফল ও সবজি থেকে তৈরি বিশেষ জুস খেলে এ ধরনের সমস্যা এড়ানো যায়। একে বেগুনি জুসও বলা যেতে পারে। এই জুস পেটের সব ধরনের সমস্যা দূরে রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে । আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানানো যাবে  এই বিশেষ জুস-
advertisement
advertisement
বিটের জুস তৈরি করতে প্রয়োজন বীট, সবুজ আপেল,  আদা, পুদিনা, শসা এবং আপেল সিডার ভিনিগার। এই জুস তৈরি করতে হলে প্রথমে পুদিনা,  আপেল, বীট, আদা, শসা ইত্যাদি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে।
advertisement
এর পর আদা ও বিট ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার সব জিনিস ছোট ছোট করে কেটে নিয়ে একে একে সব উপকরণ জুসারে দিয় জুস বানিয়ে নিতে হবে। এবার এই জুসে এক টেবিল চামচ ভিনেগার যোগ করতে হবে। ব্যাস সহজেই তৈরি হয়ে যাবে  বেগুনি জুস।
advertisement
যেকোনও পেটের সমস্যা সহজেই দূর করবে এই বিশেষ জুস শুধু তাই নয় ডিহাইড্রেশন থেকেও মুক্তি পাওয়া যাবে। এ ছাড়াও নিয়মিত এই জুস পান করলে ত্বকও উজ্জ্বল হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পেটের সমস্যা নিমেষে দূর করবে এই বেগুনি জুস, কীভাবে বানাবেন? জেনে নিন
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement