কিছু খেলেই অ্যাসিডিটিতে ভোগেন? গ্যাস, অম্বলের সমস্যা তাড়াতে আজ থেকেই বদলান এই অভ্যাস
- Published by:Anulekha Kar
Last Updated:
পেট সুস্থ থাকলে তবেই স্বাস্থ্যই ভাল থাকবে। তবে নিয়মিত পেটের সমস্যা দেখা গেলে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
অম্বলের সমস্যা আছে এমন মানুষের সংখ্যা কম নেই।কিছু খেলেই টক ঢেকুর ওঠে বা গ্যাস হয়ে যায় অনেকেরই। পেট সুস্থ থাকলে তবেই স্বাস্থ্যই ভাল থাকবে। তবে নিয়মিত পেটের সমস্যা দেখা গিলে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে।
প্রতিদিন পেটে ব্যথা, বদহজম, অ্যাসিডিটি ,গ্যাস বা বমি বমি দেখা গেলে তা পেট সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে। সামান্য কিছু অভ্যাসের বদল করলেই এই সমস্যার সহজে সমাধান হতে পারে।
advertisement
হজম শক্তির বাড়াতে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। এতে পেটের সমস্যা সহজেই দূর হবে।
advertisement
রাতে দেরি করে খাবার খেলে এতেও পেট খারাপ হতে পারে। পেট খারাপ থাকলে রাতের ঘুম তো খারাপ হবেই, পরের দিনটাও পেট চেপে ধরে কেটে যাবে। তাই বেশি রাত করে খাবার খাওয়া যাবে না।
যারা সারাদিন পর্যাপ্ত জল না পান করলে হজমের সমস্যা হতে পারে। ডিহাইড্রেশনের কারণেও পেটে ব্যথা হয়। এই অবস্থায় সারাদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে।
advertisement
অসম্পূর্ণ ঘুম পেটের সমস্যার আরেকটি কারণ। যাদের পর্যাপ্ত ঘুম হয় না তাদেরও হজমের সমস্যা দেখা দিতে পারে।
বেশি করে প্রোবায়োটিক সমৃদ্ধ অনেক খাবার খেতে হবে। হজমশক্তি স্বাভাবিক ও সুস্থ রাখতে খাবারে প্রোবায়োটিক থাকা প্রয়োজন। আপেল, কলা, রসুন, দই এবং পেঁয়াজ অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। তাই এই খাবারগুলি রোজ ডায়েটে রাখতে হবে।
advertisement
সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করা অ্যাসিডিটিকে আমন্ত্রণ জানানোর মতো। যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করা উচিত। এবং খালি পেটে চা পান করা একেবারেই উচিত নয়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 4:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কিছু খেলেই অ্যাসিডিটিতে ভোগেন? গ্যাস, অম্বলের সমস্যা তাড়াতে আজ থেকেই বদলান এই অভ্যাস