নিমেষেই মিলবে গোলাপি আভা! উজ্জ্বল ও চকচকে ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান

Last Updated:
শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে অনেকেই ডায়েটে বিট রাখেন। আয়রন সমৃদ্ধ বিট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ত্বকের যত্নে বিটের উপকারিতা সম্পর্কে জানেন না অনেকেই।
ত্বক সুস্থ রাখতে বিটের খোসা ব্যবহার করা যেতেই পারে।  মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনার পাশাপাশি গোলাপী আভা আনতে বিট ব্যবহার করা যেতেই পারে।আসুন জেনে নেওয়া যাক  ত্বকের যত্নে বিটের খোসা কীভাবে ব্যবহার করবেন-
মুখের মৃত ত্বকের কোষ থেকে মুক্তি পেতে, বিটের খোসার ফেসপ্যাক লাগানো যেতে পারে। এক্ষেত্রে বিটের খোসা ধুয়ে জলে  ভিজিয়ে রাখতে হবে। এবার জলের রং পরিবর্তন করার পর আলাদাভাবে ফিল্টার করতে হবে। এরপর জলে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এবার আধা ঘণ্টা পর পরিষ্কার জল দিয়ে দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে আপনার ত্বক উজ্জ্বল ও উজ্জ্বল হবে ।
advertisement
advertisement
বিটরুট লিপ স্ক্রাব- ঠোঁটকে নরম ও গোলাপি করতে বিটরুটের খোসার তৈরি স্ক্রাব ব্যবহার করে দেখতে পারেন। এক্ষেত্রে বিটরুটের খোসা কুঁচি করে তাতে চিনি মেশাতে হবে। এবার এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করতে হবে। এতে ঠোঁটের ত্বকের মৃত কোষ দূর হবে। এর পাশাপাশি আপনার ঠোঁট গোলাপি ও চকচকে দেখাবে।
advertisement
এছাড়াও  বিটের খোসা দিয়ে ঘরে তৈরি প্রাকৃতিক টোনার তৈরি করতে পারেন। এটি করতে রাতে ঘুমানোর আগে বিটের খোসা জলে ভিজিয়ে রাখতে হবে। এখন সকালে ঘুম থেকে ওঠার পর এই জল ফিল্টার করে একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে।  নিয়মিত মুখ ধোয়ার পর মুখে বিটের খোসা দিয়ে তৈরি টোনার স্প্রে করুন। এতে আপনার মুখ উজ্জ্বল ও সতেজ দেখাবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নিমেষেই মিলবে গোলাপি আভা! উজ্জ্বল ও চকচকে ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement