Smoke Biscuit: বিস্কুট মুখে দিলেই গলগলিয়ে ধোঁয়া! বাজারে নতুন চমক স্মোক বিস্কুট

Last Updated:

Smoke Biscuit: বিস্কুট খেলে মুখ দিয়ে বেরোবে ধোঁয়া! এ ও কি সম্ভব ! তবে বাস্তবে ঘটছে তাই। এখন ফায়ার পান বা স্মোক পান সেইসব অতীত। বাজারে এখন এসে গেছে অভিনব বিস্কুট যা মুখে দিলেই মুখ দিয়ে বেরোচ্ছে ধোঁয়া। অভিনব এই বিস্কুটের নাম দেওয়া হয়েছে স্মোক বিস্কুট। 

+
কোন্নগরের

কোন্নগরের মেলায় দেখা গেছে এই অভিনব বিস্কুট বিক্রেতাকে

রাহী হালদার, হুগলি: বিস্কুট খেলে মুখ দিয়ে বেরোবে ধোঁয়া! এ ও কি সম্ভব ! তবে বাস্তবে ঘটছে তাই। এখন ফায়ার পান বা স্মোক পান সেইসব অতীত। বাজারে এখন এসে গেছে অভিনব বিস্কুট যা মুখে দিলেই মুখ দিয়ে বেরোচ্ছে ধোঁয়া। অভিনব এই বিস্কুটের নাম দেওয়া হয়েছে স্মোক বিস্কুট।
কোন্নগরের শকুন্তলা কালীপুজো উপলক্ষে বসেছে মেলার আসর। রকমারি জিনিসপত্র ও নানাবিধ খাওয়া দাওয়ার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। এরই মধ্যে বেশিরভাগ ক্রেতাদের নজর কেড়েছে এই স্মোক বিস্কুট। অনেকেই বলছেন ফায়ার পান বা স্মোক পান তারা আগে খেয়েছেন কিন্তু স্মোক বিস্কুট তারা আগে কখনও খাননি।
কীভাবে তৈরি হচ্ছে এই স্মোক বিস্কুট !
advertisement
advertisement
অতি সাধারণ বিস্কুট বিশেষ উপায় অবলম্বন করে পরিবর্তিত হচ্ছে স্মোক বিস্কুটে । একটি কনটেনারে লিকুইড নাইট্রোজেন নিয়ে তার মধ্যে বিস্কুট ডুবিয়ে রেখে দেওয়া হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড লিকুইড নাইট্রোজেনের মধ্যে রাখলেই বিস্কুটটি লিকুইড নাইট্রোজেনকে অভিস্রাবণ প্রক্রিয়ায় নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। যার ফলে বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে সেই বিস্কুট গুলি। মুখে দিলে যে ধোঁয়া বের হচ্ছে তাও হল লিকুইড নাইট্রোজেনের ধোঁয়া।
advertisement
দোকানের মালিক করণ বলেন, প্রথমে তিনি স্মোক পান বিক্রি করতেন। তবে পান অনেকেই খেতে চায় না। তাই তিনি একটি নতুন উপায় খুঁজছিলেন। তখনই তার মাথায় আসে এই স্মোক বিস্কুট বানানোর কথা। অভিনব তাঁর এই প্রচেষ্টা যে সফল হয়েছে তা নিজের মুখেই স্বীকার করে নিয়েছে করণ। সে আরো বলে, লোকজন তার কাছে স্মোক বিস্কুট খেতে এলেই ভিডিও করার ভিড় লেগে যায়।
advertisement
যদিও লিকুইড নাইট্রোজেন সরাসরি মানুষের শরীরে প্রবেশ করলে তার শরীরের পক্ষে কতটা ক্ষতিকারকসে নিয়ে প্রশ্নচিহ্ন থাকলে, করণের দাবি লিকুইড নাইট্রোজেন সরাসরি মানুষের শরীরে প্রবেশ করলে কোনও রকম ক্ষতি হবে না। এর আগে সে এই পন্থা পানের জন্য ব্যাবহার করতো। তবে প্রতিদিন সন্ধ্যা বেলাতে স্মোক বিস্কুট খেতে ও তার ভিডিও করার জন্য তার স্টলের বাইরে ভিড় হচ্ছে বহু মানুষের।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Smoke Biscuit: বিস্কুট মুখে দিলেই গলগলিয়ে ধোঁয়া! বাজারে নতুন চমক স্মোক বিস্কুট
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement