জোরে চলুক স্মার্টফোন, কীভাবে ?

Last Updated:

স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে ৷ মানুষের দৈনন্দিন জীবন এখন স্মার্টফোনের উপর অনেকাংশেই নির্ভরশীল ৷ কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত ব্যবহারে হ্যান্ডসেট প্রায়ই স্লো হয়ে যাচ্ছে ৷ এই সমস্যার জন্য মোবাইল সংস্থাগুলিকেই শুধুমাত্র দোষ দিলে হবে না ৷ কারণ আপনার স্মার্টফোন স্লো হওয়ার পিছনে আপনিও অনেকাংশে দায়ী ৷ তাই শুধু ২-৩ জিবি RAM-এর ফোন কিনলেই হবে না ৷ স্মার্টফোনের স্পিড বজায় রাখতে কী কী করা উচিৎ জেনে নিন ৷

স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে ৷ মানুষের দৈনন্দিন জীবন এখন স্মার্টফোনের উপর অনেকাংশেই নির্ভরশীল ৷ কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত ব্যবহারে হ্যান্ডসেট প্রায়ই স্লো হয়ে যাচ্ছে ৷ এই সমস্যার জন্য মোবাইল সংস্থাগুলিকেই শুধুমাত্র দোষ দিলে হবে না ৷ কারণ আপনার স্মার্টফোন স্লো হওয়ার পিছনে আপনিও অনেকাংশে দায়ী ৷ তাই শুধু ২-৩ জিবি RAM-এর ফোন কিনলেই হবে না ৷ স্মার্টফোনের স্পিড বজায় রাখতে কী কী করা উচিৎ জেনে নিন ৷
১. মেসেজ জমানো কমান
আপনার ফোনের মেসেজ বক্সে জমে থাকা পুরনো মেসেজ পুরো ফোনটিকেই মন্থর করে দেয়। মেসেজে ছবি ভিডিও আদানপ্রদান করলে অনেক জায়গাও নষ্ট করে। তাই অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন।
advertisement
২. Cache পরিষ্কার রাখুন
ক্যাশ বিল্ডআপ আপনার ফোনের গতি কমিয়ে দেয়। তাই নিয়মিত আইফোনের Cache পরিষ্কার করুন। প্রতিদিন কমপক্ষে একবার করতে পারলেই ভাল।
advertisement
৩. RAM পরিষ্কার রাখুন
ফোনে RAM যত বেশি, গতিও তত বেশি। RAM-ই আপনার ফোনের গতি বাড়িয়ে দেয়। তাই নিয়মিত ফোনের RAMপরিষ্কার রাখুন। প্রয়োজনে মাঝে মাঝে ফোন রিস্টার্টও করতে পারেন।
Nikita Sharma
৪. অ্যানিমেশন বন্ধ রাখুন
নতুন অ্যাপ ওপেন করার সময় বা একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় কিছু অ্যানিমেশন দেখায় যেগুলো দেখতে বেশ ভাল লাগে। এগুলি ফোনকে স্লো করে। ব্যাটারিও বেশি খরচ করে।
advertisement
৫. ওয়াই-ফাই প্রয়োজন ছাড়া অফ রাখুন
৬. লো পাওয়ার মোড অন রাখুন
ফোনের চার্জ যখন একেবারে নীচে নেমে আসে তখন ব্যাটারি বাঁচাতে লো পাওয়ার মোড অন করুন। এতে ব্যাটারি কয়েক ঘণ্টা পর্যন্ত বেশি সার্ভিস দেবে।
৭. লোকেশন সার্ভিস খুলবেন না
কিছু অ্যাপ সর্বদা আপনার লোকেশন জানান দিতে থাকে। কিন্তু স্মার্টফোন বা আইফোনে অনেক অ্যাপই লোকেশন সার্ভিস চালু করে রাখে। এগুলো বন্ধ করে দিয়ে ফোনের ব্যাটারি সংরক্ষণ করুন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জোরে চলুক স্মার্টফোন, কীভাবে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement