Slap Day 2022: তিক্ততার মুখে থাপ্পড় মারুন, নিজেকে ভালবাসুন...

Last Updated:

Slap Day 2022: স্ল্যাপ ডে আপনার জন্য এগিয়ে যাওয়ার একটি দিন। নেতিবাচকতার মুখে থাপ্পড় মারুন। তিক্ত সম্পর্ক, তিক্ত অভিজ্ঞতাকে থাপ্পড় মারুন।

১) তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা সাধারণত কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরি প্রশ্ন। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- ‘তুমি অনেক সুন্দর’… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সঙ্গে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে।
১) তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা সাধারণত কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরি প্রশ্ন। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- ‘তুমি অনেক সুন্দর’… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সঙ্গে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে।
বেশিরভাগ মানুষই শুধু ভ্যালেন্টাইন্স উইক (Anti Vantines' Week) সম্পর্কে জানেন, যেটি ৭ ফেব্রুয়ারি রোজ-ডে দিয়ে শুরু হয় এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে শেষ হয়। এই সাতটি দিন সারা বিশ্ব জুড়ে প্রেমের উদযাপন হয়। এই সাত দিনে  উপহার বিনিময়  হয়। একে অন্য়কে ছুঁয়ে থাকা হয়। ভ্যালেন্টাইনস সপ্তাহ শেষ হয় অ্যান্টি-ভ্যালেন্টাইনস সপ্তাহে এসে। যাদের পুরো সপ্তাহে ভালবাসা খুঁজে পাওয়ার অভিজ্ঞতা ছিল না, এটা তাদের। আশ্চর্যের কথা, বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ এই অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহের জন্যই অপেক্ষা করছে। অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় স্ল্যাপ ডে (Slap Day 2022) দিয়ে।
advertisement
অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় স্ল্যাপ ডে দিয়ে।  ১৫ ফেব্রুয়ারী স্ল্যাপ ডে পালিত হয়। আপনি যদি ভ্যালেন্টাইনস ডে এর ধারণা অপছন্দ করেন  তবে এই দিনটি আপনার জন্য। আপনি যদি ভালবাসায় যন্ত্রণা পেয়ে থাকেন, তাহলে স্ল্যাপ ডে (Slap Day 2022) আপনার। তবে কাউকে 'আক্ষরিকভাবে' চড় মারবেন না।
advertisement
একাকীত্বের সমস্ত অনুভূতি যা আপনাকে জড়িয়ে রেখেছে, তা সরিয়ে দিয়ে আপনার  নতুন দিগন্ত উন্মোচন করুন।  স্ল্যাপ ডে (Slap Day 2022) আপনার জন্য এগিয়ে যাওয়ার একটি দিন। নেতিবাচকতার মুখে থাপ্পড় মারুন। তিক্ত সম্পর্ক, তিক্ত অভিজ্ঞতাকে থাপ্পড় মারুন। 
advertisement
নিজের প্রিয় জিনিস কিনুন। নিজেকে সাজান। পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও যান, একা একা রোমান্টিক ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। নিজের মতো বাঁচুন।  আপনার বন্ধু বা পরিবারের জন্য কিছু করুন। সময় কাটান, উপহার দিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Slap Day 2022: তিক্ততার মুখে থাপ্পড় মারুন, নিজেকে ভালবাসুন...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement