সিঁদুর পরলেই কপালে, নাকে লেপ্টে যাচ্ছে? এই ভুলগুলো করছেন না তো! জানুন সঠিক উপায়

Last Updated:

সিঁদুর পরার পরে চিরুনি ব্যবহার করলে সিঁদুর ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলের সামনের দিকে পাফ করে চুল সেট করতে চাইলে লিক্যুইড সিঁদুরই ব্যবহার করা উচিত।

হিন্দু ধর্ম মতে, সিঁদুরকে অত্যন্ত শুভ বলেই গণ্য করা হয়ে থাকে। সাধারণত হিন্দু নারীরা বিয়ের পরে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে নেন। কিন্তু সিঁদুর পরা নিয়ে অনেকেই নানা সমস্যার মুখোমুখি হন। আসলে হামেশাই অনেক মহিলাই অভিযোগ করেন যে, সিঁদুর পরলেই তা কপালে লেপ্টে ছড়িয়ে যায়। এতে শুধু দেখতেই খারাপ লাগে না, তার সঙ্গে ত্বকেরও ক্ষতি হতে পারে। এই অবস্থায় সিঁদুর পরার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। দেখে নেওয়া যাক কোন ভুলগুলি থেকে সাবধান হতে হবে।
অতিরিক্ত পরিমাণে সিঁদুর লাগানো:
আসলে সিঁদুর অতিরিক্ত পরিমাণে পরলে কিন্তু মুশকিল। তা সিঁথি থেকে ঝরতে থাকে এবং কপালে ও নাক-মুখে ছড়িয়ে পড়তে পারে। ফলে পুরো নাক-মুখটাই সিঁদুরে লাল হয়ে উঠতে পারে। তাই সিঁদুর পরার সময় অল্প পরিমাণে নিয়ে সিঁথিতে লাগাতে হবে।
advertisement
advertisement
ঠিক মতো সিঁথি না-করতে পারা:
সঠিক ভাবে সিঁথি না-করলে সিঁদুর ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। সিঁথি ঠিক মতো না-হলে সিঁদুর কপালে আর মুখে ছড়িয়ে পড়তে পারে। তাই ঠিকঠাক ভাবে সিঁথি করে অল্প পরিমাণে সিঁদুর পরে নিতে হবে।\
advertisement
কপালে সিঁদুর লাগানো:
আজকাল মহিলারা সিঁথিতে সিঁদুর না-পরে কপালে সিঁদুর লাগিয়ে নেন। আসলে কপালে পরতে চাইলে লিক্যুইড সিঁদুরই পরা উচিত। কারণ এটা দ্রুত ছড়িয়ে পড়ে না। বরং কপালে গুঁড়ো সিঁদুর লাগালে তা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং দেখতেও খারাপ লাগবে।
সিঁদুরের গুণমান:
সিঁদুর পরার ক্ষেত্রে সিঁদুরের গুণমানের উপরেও জোর দেওয়া দরকার। কারণ অনেক সময় বাজারে প্রাপ্ত সিঁদুরের মধ্যে রঙ মেশানো থাকে, যা ত্বক এবং চুল উভয়ের জন্যই সমান ভাবে ক্ষতিকর। আসলে এই ধরনের ভেজাল সিঁদুর ব্যবহার করলে এর মধ্যে থাকা রঙ কপালে এবং মাথার ত্বকে থেকে যেতে পারে। ফলে বুঝে-শুনে সিঁদুর বাছতে হবে।
advertisement
সিঁদুর লাগানোর পরে চুলে চিরুনি চালানো:
সাধারণত সিঁদুর লাগানোর আগেই চুল আঁচড়ে নিতে হবে। কারণ সিঁদুর পরার পরে চিরুনি ব্যবহার করলে সিঁদুর ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলের সামনের দিকে পাফ করে চুল সেট করতে চাইলে লিক্যুইড সিঁদুরই ব্যবহার করা উচিত। কারণ পাফ করলে তো আর সিঁথি বার করা সম্ভব নয়। ফলে কপালে গুঁড়ো সিঁদুর লাগালে তা ছড়িয়ে যেতে পারে। তাই এ-ক্ষেত্রে লিক্যুইড সিঁদুর বেছে নেওয়াই শ্রেয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সিঁদুর পরলেই কপালে, নাকে লেপ্টে যাচ্ছে? এই ভুলগুলো করছেন না তো! জানুন সঠিক উপায়
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement