কোচবিহার: ইতিমধ্যেই বাজারে শুরু হয়ে গিয়েছে রং বিক্রি। আসন্ন বসন্ত উৎসব বা হোলি উপলক্ষে বিক্রেতারা রঙের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। তবে এই সকল রঙের মধ্যে অধিকাংশই হারবাল বা ভেষজ নয়। তবে সকলের কাছে চিন্তামুক্ত করার বিষয় হল এটাই যে বাজারে রয়েছে হারবাল রঙের সম্ভারও।
কি করে চিনবেন এই সমস্ত হারবাল রঙ?
হারবাল রঙের প্যাকেটের মধ্যেই রয়েছে হারবাল রঙ চেনার সহজ পদ্ধতি। ইতিমধ্যেই রঙ কিনতে যে সমস্ত ক্রেতারা বাজারের বিভিন্ন দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন, তাঁরা একটু সতর্ক হয়ে আবীর কিংবা রঙয়ের প্যাকেট দেখে কিনলেই চিনতে পারবেন হারবাল রঙ। তার জন্য বিশেষ খাটনির প্রয়োজন নেই।
আরও পড়ুনঃ সামনেই দোল আর হোলি! কেমন থাকবে শহরের মেট্রো পরিষেবা, দেখে নিন এক নজরে
প্রত্যেকটি হারবাল রঙের প্যাকেটের সামনের দিকের ঠিক ওপরের অংশে বড় বড় অক্ষরে লেখা থাকে হারবাল রঙের নাম। মূলত প্যাকেটের গায়ে লেখা থাকছে 'HERBAL PRODUCT'। এই লেখাটি দেখে হারবাল রঙ চিনতে পারবেন যে কোনো ক্রেতা। তবে এই লেখাও যদি না খুঁজে পান, সেক্ষেত্রে বিক্রেতাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন হারবাল রঙের বিষয়ে। কারণ বিক্রেতাদের একাংশের কাছেই মজুত রয়েছে হারবাল রঙের বিপুল সম্ভার।
আরও পড়ুনঃ শ্মশানেই চুটিয়ে খেলা হয় হোলি, রঙের বদলে থাকে চিতাভস্ম, কোথায় জানেন কি...
কোচবিহারের এক প্রসিদ্ধ রঙ বিক্রেতা বিশ্বজিৎ বণিক জানিয়েছেন, 'পরিবেশ বান্ধব উপায়ে তৈরি এই সমস্ত রঙ মানুষের চামড়ার ক্ষতি করে না। তবে শুধুমাত্র হারবাল প্রোডাক্ট ছাড়া অন্যান্য রঙ রয়েছে বাজারের বিভিন্ন দোকানের মধ্যে। তবে সেগুলি বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হয়। তাই ক্রেতাদের উচিত হারবাল রঙ দেখে কেনা।'
তবে যে কোনও ক্রেতা বাজারের যে কোনও রঙের দোকানে গিয়ে রঙের প্যাকেট হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেই খুব সহজে দেখতে পারবেন এই লেখাটি। তাই এই হারবাল রঙ চিনতে খুব একটা বেশি সমস্যা তৈরি হওয়ার কথা নয় ক্রেতাদের কাছে। তবে সচেতন থাকতে হবে ক্রেতাদের। শুধুমাত্র দামের দিকে লক্ষ্য না রেখে লক্ষ্য রাখতে হবে হারবাল রঙের নামের দিকেও। তাহলেই হারবাল রঙ কিনতে সক্ষম হবেন ক্রেতারা। তবে বাজারের কিছু বিক্রেতারা নিজেদের আর্থিক মুনাফার লক্ষ্যে ক্রেতাদের হারবাল রঙ না দিয়ে।অন্যান্য রঙ বিক্রি করতে বেশি পছন্দ করেন। সে বিষয়ে খেয়াল রাখতে হবে ক্রেতাদেরই।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।