North Bengal Homestay: গরমে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? উত্তরবঙ্গের সব হোমস্টে-এর হদিশ হাতের মুঠোয়! জানুন বিশদে

Last Updated:

North Bengal Homestay: মনের মতো হোমস্টে খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয় পর্যটকদের। তাই পর্যটকদের সুবিধার্থে শিলিগুড়ির এই যুবক এমন জিনিস তৈরি করলেন যেখানে এক ছাতার তলায় সব হোমস্টের খবর পেয়ে যাবে পর্যটকরা।

+
সংগৃহীত

সংগৃহীত ছবি

অনির্বাণ রায়, শিলিগুড়ি: ভ্রমণপ্রিয় মানুষের জন্য দারুণ খবর। বাঙালি ঘুরতে ভীষণ ভালবাসে। তবে ঘুরতে গেলে এখন মানুষ হোটেলের তুলনায় ঘরোয়া পরিবেশে হোমস্টেতে থাকতে বেশি পছন্দ করেন। কিন্তু মনের মতো হোমস্টে খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয় পর্যটকদের। তাই পর্যটকদের সুবিধার্থে শিলিগুড়ির এই যুবক এমন জিনিস তৈরি করলেন যেখানে এক ছাতার তলায় সব হোমস্টের খবর পেয়ে যাবে পর্যটকরা। হোমস্টে পর্যটনের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো, শিলিগুড়ির প্রভাকর থাপা একটি অনলাইন ওয়েবসাইট চালু করেছেন যেখানে সকল পর্যটক হোমস্টের সমস্ত তথ্য পেয়ে যাবে।
শিলিগুড়ির চম্পসারি মোড়ের বাসিন্দা প্রভাকর থাপা “Homestaying.in” একটি অনলাইন ওয়েব পোর্টাল বিশেষভাবে ডিজাইন করেছেন যাতে ভ্রমণকারীরা তাঁদের আদর্শ হোমস্টে খুব সহজেই খুঁজে পান এবং উত্তরবঙ্গের সমৃদ্ধ স্থানীয় সংস্কৃতি, খাদ্য, ঐতিহ্য এবং হোমস্টে ব্যবসার প্রচার করতে পারেন। এই প্ল্যাটফর্মটির বিশেষত্ব হল এখানে ভ্রমণমূলক ভিডিও সিরিজ বানানো হয়েছে, যেখানে সাউন্ড হিলার ভিত্তিক যোগব্যায়াম, হোমস্টের ঐতিহ্য এবং খাবারের ক্ষেত্রে তিনজন বিখ্যাত ট্রাভেল ব্লগার বা হোস্টদের যুক্ত করা হয়েছে। পর্যটকরা কীভাবে হোমস্টে-তে পৌঁছবেন সবকিছু সম্পর্কে বিস্তারে বলেছেন।
advertisement
প্রভাকর জানান, ৩০০ টিরও বেশি হোমস্টের মালিক পোর্টালে তাঁদের নাম তালিকাভুক্ত করেছেন এবং ভ্রমণকারীদের জন্য সুবিধাগুলি বর্ণনা করেছেন। প্রভাকরের কথায়, আইআইটিটিএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট সদর দফতর থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা করার পর তাঁর একটি ছোট ভ্রমণ সংক্রান্ত ব্যবসা ছিল । কিন্তু করোনাভাইরাসের কারণে তা পর্যটন শিল্প বিশেষ করে হোমস্টের মালিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাঁর মতে, কেউ ঁদের হোমস্টে দেখতে প্রস্তুত ছিলেন না। তাঁরা তাঁদের জীবিকা নির্বাহের জন্য প্রায় সবকিছু হারিয়ে ফেলেছিলে।সংকটের পরে এবং তাদের আর্থিকভাবে স্থিতিশীল করার জন্য আগে, তিনি “Homestaying.in” প্ল্যাটফর্ম চালু করেছিলেন যেখান থেকে ভ্রমণকারীরা বিনামূল্যে তাঁদের পছন্দের গন্তব্যগুলি পেতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন : শেষ জীবনে পথের সঙ্গী, বোলপুরে শান্তিনিকেতনে সযত্নে রাখা আছে কবিগুরুর গাড়ি
তিনি বলেন, ” এটি শুধুমাত্র পর্যটন শিল্পকে উৎসাহিত করবে না বরং হোমস্টের মালিকদের অর্থনৈতিক অবস্থাকেও শক্তিশালী করবে।তাছাড়া, পর্যটকরাও তাদের বাজেটে জায়গা খোঁজার সুযোগ পাবেন”। দার্জিলিঙের মংপুতে অবস্থিত হোমস্টের মালিক লাপচেন লেপচা বলেন , ‘‘ আমি পোর্টালে আমার হোমস্টে স্থাপনা তালিকাভুক্ত করেছি।’’ তিনি বলেন, “মারাত্মক করোনাভাইরাস আমাদের ব্যবসা শেষ করে দিয়েছে৷ তবে আমরা আবারও ভ্রমণকারীদের আমাদের সেরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত৷ তারাও আশাবাদী যে সোনালি দিন শীঘ্রই ফিরে আসবে।”
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Homestay: গরমে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? উত্তরবঙ্গের সব হোমস্টে-এর হদিশ হাতের মুঠোয়! জানুন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement