Rabindranath Tagore: শেষ জীবনে পথের সঙ্গী, বোলপুরে শান্তিনিকেতনে সযত্নে রাখা আছে কবিগুরুর গাড়ি

Last Updated:

Rabindranath Tagore: সেই সময় কবিগুরুর শারীরিক অবস্থা অতটা ভাল ছিল না। তাও তিনি ক্যাম্পাসে হেঁটে হেঁটেই চলাফেরা করতেন। বাবার এই কষ্ট দেখে তাঁকে একটি গাড়ি কিনে দেন রথীন্দ্রনাথ- মডেল নম্বর 1933 Humber।

+
রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি

সৌভিক রায়, বীরভূম: বোলপুরে শান্তিনিকেতনের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক না জানা গল্প। শান্তিনিকেতনের মধ্যে রয়েছে কবিগুরুর ব্যবহৃত তাঁর পছন্দের গাড়ি। সময়টা ছিল ১৯৩৮। যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে কৃষিবিজ্ঞানে পড়াশোনা শেষ করে জোড়াসাঁকো ফেরেন রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ। সেই সময় কবিগুরুর শারীরিক অবস্থা অতটা ভাল ছিল না। তাও তিনি ক্যাম্পাসে হেঁটে হেঁটেই চলাফেরা করতেন। বাবার এই কষ্ট দেখে তাঁকে একটি গাড়ি কিনে দেন রথীন্দ্রনাথ- মডেল নম্বর 1933 Humber।
ওই সময়ে এটি ছিল একমাত্র মোটরচালিত যানবাহন।সেই সময় এই গাড়ি সরবরাহ করত রুটস লিমিটেড।রুটস লিমিটেডের কাছ থেকেই দু’খানা গাড়ি কেনেন রথীন্দ্রনাথ ঠাকুর। এক একটি গাড়ির দাম পড়ে ৪০০ পাউন্ড। ১৯৩৮ সালে যা প্রায় ৫৩০০ টাকার সমান। এর মধ্যে একটি গাড়ি তিনি বিশ্বভারতীতেই রেখে আসেন এবং আরও একটি পৌঁছে যায় কলকাতার জোড়াসাঁকোতে।
advertisement
আরও পড়ুন : থাইরয়েড সমস্যায় জেরবার? নিয়মিত এই খাবারগুলি খেলেই মিলবে রেহাই! সুপারফিট শরীর!
বিশ্বকবির শেষ জীবনেও এই গাড়িই ছিল তাঁর পথের সঙ্গী। ছেলের কিনে দেওয়া এই গাড়ি করেই ক্যাম্পাসে যেতেন রবীন্দ্রনাথ ঠাকুর।বর্তমানে এই কোম্পানির গাড়ি নানা দেশের মিউজিয়ামে সংরক্ষিত।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও এখনও সযত্নে রাখা আছে 1933 Humber রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাবহৃত গাড়ি। এখন ওই গাড়ি দেখতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটকরা বিশ্বভারতীতে ছুটে আসেন।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rabindranath Tagore: শেষ জীবনে পথের সঙ্গী, বোলপুরে শান্তিনিকেতনে সযত্নে রাখা আছে কবিগুরুর গাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement