Poila Baisakh: পয়লা বৈশাখে বিরাট চমক! এথনিক কালেকশনের নয়া সম্ভার পেতে কোথায় যাবেন?
- Published by:Riya Dey
- news18 bangla
Last Updated:
এবারের পয়লা বৈশাখে নিজেদের দুই অনবদ্য এথনিক কালেকশনকে সামনে এনেছে এক সংস্থা । সেই দুটি হল কশিশ ও বন্দেয়া।
কলকাতা: ফ্যাশন, লাইফ স্টাইল ও গিফ্টিংয়ের জন্য ভারতের প্রথম সারির এক গন্তব্য, এবার তাদের এক্সক্লুসিভ পয়লা বৈশাখ ফেস্টিভ কালেকশন উন্মোচন করল কলকাতার এক মলে। তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানটি ছিল ফ্যাশন, পরম্পরা, ও আধুনিক রুচির এক মহৎ উদযাপন। এখানে পাওয়া গেছে পার্সোনালাইজড স্টাইলিং, প্রিমিয়াম ও উৎসবের আনন্দের এমন এক অভিজ্ঞতা যা মনকে মুগ্ধ করে দেয়।
এই অনুষ্ঠানে এমন এক অনবদ্য কালেকশন উন্মোচন করা হয়েছে, যেগুলির মধ্যে অনায়াসে ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক নান্দনিকতা এসে মিশেছে। ফ্যাশন বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এক্সক্লুসিভ স্টাইলিং সেশন, প্রিমিয়াম হাই-টি অভিজ্ঞতা, এবং শপার্স স্টপ-এর ব্ল্যাক কার্ড গ্রাহকদের জন্য একান্ত ভাবে আয়োজিত সেলিব্রিটি মিট-অ্যান্ড-গ্রিট উপভোগ করেছেন অতিথিরা। যে কালেকশন উন্মোচন করা হল, তার মধ্যে উৎসবের মূল ভাবের সঙ্গে সূক্ষ্ম কারিগরি, প্রাণবন্ত রং, ও রুচিশীল সিলুয়েট অন্তর্ভুক্ত হয়েছে।
advertisement
আরও পড়ুন: Jamai Sasthi 2025: গরমকাল তো পড়েই গেল! এ বছর জামাইষষ্ঠী কবে? নতুন শাশুড়ি মায়েরা জেনে নিন
advertisement
এই উন্মোচন অনুষ্ঠান প্রসঙ্গে শপার্স স্টপ-এর কাস্টোমার কেয়ার অ্যাসোসিয়েট, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও বললেন, ‘ভারতে উৎসব মানেই হল আনন্দ উদযাপন, পরম্পরা পালন সেই সঙ্গে ফ্যাশনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার একটা সময়। আমাদের পয়লা বৈশাখ কালেকশন লঞ্চ করে আমরা আমাদের গ্রাহকদের জন্য ঐতিহ্য ও আধুনিকতার এক রুচিশীল মেলবন্ধন নিয়ে আসতে চেয়েছি। এই কালেকশনের মধ্যে শপার্স স্টপ-এর এই দায়বদ্ধতা প্রতিফলিত হয়েছে যে তারা এমন সব ট্রেন্ডসেটিং স্টাইল নিয়ে আসতে চায় যা উৎসবের প্রতিটি মুহূর্তকে উল্লেখযোগ্য ফ্যাশন স্টেটমেন্টে পরিণত করবে।’
advertisement
এই কালেকশনে শপার্স স্টপ-এর দুটি অনবদ্য এথনিক স্টাইলকে সামনে আনা হয়েছে- কশিশ ও বন্দেয়া। এই দুটিই নিজেদের অনন্য উপায়ে পয়লা বৈশাখের মূল ভাবকে মূর্ত করেছে:
advertisement
advertisement
আসন্ন উৎসবের মরসুমে পরম্পরা ও আধুনিক রুচির খাঁটি মেলবন্ধনকে বাড়িতে নিয়ে আসার জন্য কলকাতার ফ্যাশন আগ্রহীরা এবার শপার্স স্টপ-এর আউটলেটগুলোতে তাদের অনলাইন সাইটে গিয়ে কেনাকাটা করে অনবদ্য কালেকশনগুলি থেকে বেছে নিয়ে নিজের পছন্দের পোশাক কিনতে পারেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 12:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poila Baisakh: পয়লা বৈশাখে বিরাট চমক! এথনিক কালেকশনের নয়া সম্ভার পেতে কোথায় যাবেন?