Jamai Sasthi 2025: গরমকাল তো পড়েই গেল! এ বছর জামাইষষ্ঠী কবে? নতুন শাশুড়ি মায়েরা জেনে নিন

Last Updated:
শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর আগামী ১ জুন ২০২৫ রবিবার জামাই ষষ্ঠী পালিত হবে।
1/8
'জামাইষষ্ঠী' শুনলেই প্রথমে কী মাথায় আসে বলুন তো? মিষ্টির হাঁড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরঘর আলো করা জামাই বাবাজি। পঞ্চব্যঞ্জনে সাজনো জামাইয়ের পাত। আম-কাঁঠাল-লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঠাঁর মাংস সহযোগে ভুরিভোজ ৷ কী তাই তো?
'জামাইষষ্ঠী' শুনলেই প্রথমে কী মাথায় আসে বলুন তো? মিষ্টির হাঁড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরঘর আলো করা জামাই বাবাজি। পঞ্চব্যঞ্জনে সাজনো জামাইয়ের পাত। আম-কাঁঠাল-লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঠাঁর মাংস সহযোগে ভুরিভোজ ৷ কী তাই তো?
advertisement
2/8
তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা দেওয়া, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া- এসব তো আছেই।
তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা দেওয়া, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া- এসব তো আছেই।
advertisement
3/8
বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে, হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত।
বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে, হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত।
advertisement
4/8
শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর আগামী ১ জুন ২০২৫ রবিবার জামাই ষষ্ঠী পালিত হবে।
শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর আগামী ১ জুন ২০২৫ রবিবার জামাই ষষ্ঠী পালিত হবে।
advertisement
5/8
কাঁঠালপাতার উপর বিছিয়ে রাখা ৫ রকম ফল, পান সুপুরি, ধান দূর্বা, করমচা ফল, তালপাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্যষষ্ঠীর ডালা৷ মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেলহলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা৷ তাঁর মঙ্গলকামনায় তেলহলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দূর্বাঘাসের বাতাস করা হয়৷
কাঁঠালপাতার উপর বিছিয়ে রাখা ৫ রকম ফল, পান সুপুরি, ধান দূর্বা, করমচা ফল, তালপাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্যষষ্ঠীর ডালা৷ মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেলহলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা৷ তাঁর মঙ্গলকামনায় তেলহলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দূর্বাঘাসের বাতাস করা হয়৷
advertisement
6/8
জামাইয়ের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা৷ পরে থাকে ভোজনের আয়োজন৷ সাধারণত মধ্যাহ্নভোজের আয়োজনই করা হয়৷
জামাইয়ের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা৷ পরে থাকে ভোজনের আয়োজন৷ সাধারণত মধ্যাহ্নভোজের আয়োজনই করা হয়৷
advertisement
7/8
তবে অনেকেই জানেন না জামাইষষ্ঠীর অপর নাম অরণ্যষষ্ঠী। জ্যৈষ্ঠমাসে পালিত হয় এটি।
তবে অনেকেই জানেন না জামাইষষ্ঠীর অপর নাম অরণ্যষষ্ঠী। জ্যৈষ্ঠমাসে পালিত হয় এটি।
advertisement
8/8
এদিন জামাইয়ের জন্য পুজো ও মঙ্গলকামনা করেন শাশুড়িমায়েরা।
এদিন জামাইয়ের জন্য পুজো ও মঙ্গলকামনা করেন শাশুড়িমায়েরা।
advertisement
advertisement
advertisement