Viral Chili Tea: দুধ চা-লেবু চা-এলাচ চা অনেক খেয়েছেন, শান্তিপুরের ভাইরাল লঙ্কা চা খেয়ে দেখুন!

Last Updated:

দাম সাধ্যের মধ্যেই, মাত্র ৬ টাকা। আর এই লঙ্কা চা খেতেই এখন দোকান খুললেই খরিদ্দারের ভিড় লেগে যায়

+
শান্তিপুরের

শান্তিপুরের ভাইরাল লঙ্কা চা

নদিয়া: করোনা মহামারির সময় লকডাউন চলাকালীন মনে পড়ে সেই চা কাকুর কথা। যিনি ভাইরাল হয়েছিলেন আমরা “কি খাব না চা” বলে? তার কথা ভাইরাল হলেও করোনার সময় এই চা”ই কিন্তু করোনার থেকে অনেকটাই উপশম দিয়েছিল সাধারণ মানুষকে। মহামারি আসলেই চা খাওয়ার প্রবণতা বেড়ে যায় মানুষের। চায়ের মধ্যে বিভিন্ন ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের কারা, যেগুলি সর্দি-কাশি কমাতে ভীষণভাবে সাহায্য করে।
একসময় চাকরি করলেও বর্তমানে চায়ের দোকান করেই সেখানে লঙ্কা চা বানিয়ে মানুষকে খাইয়ে রীতিমতো ভাইরাল শান্তিপুর কে সি দাস রোডের চা বিক্রেতা বিশ্বজিৎ সরকার। স্ত্রী একজন কলেজের শিক্ষিকা, তবে নিজে নতুন কিছু করার তাগিদে বর্তমানে বাবার পুরনো চায়ের দোকানে আবার চালু করেন তিনি। এবং সেখানেই নিজের ভাবনায় তিনি বানান লঙ্কা চা। তবে অবশ্যই সেটি কাঁচা লঙ্কা দিয়ে।
advertisement
”আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পাতিলেবুর শরীরের ইমিউনিটির জন্য যেমন কাজ করে তার পাশাপাশি কাঁচা লঙ্কাতেও থাকে অনেক ভিটামিন যেগুলি শরীরের জন্য খুবই উপকারী।দাম সাধ্যের মধ্যেই, মাত্র ৬ টাকা। আর এই লঙ্কা চা খেতেই এখন দোকান খুললেই খরিদ্দারের ভিড় লেগে যায়।
advertisement
অনেকেই জানাচ্ছেন বর্তমানে আবারও চিন থেকে এক মহামারী ছড়াচ্ছে, এইচএমপিভি নামে। আর সেই কারণেই চায়ের প্রতি মানুষের আগ্রহ আরও বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তবে প্রচলিত দুধ চা কিংবা লিকার চা বাদ দিয়ে বর্তমানে মানুষ এই লেবু চা কিংবা লঙ্কা চায়ের দিকে ঝুঁকছেন বেশি। ঝাল একটু লাগলেও শরীরের জন্য তা অত্যন্ত উপকারী বলেই মনে করছেন খরিদ্দার এবং বিক্রেতা উভয়ই।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Chili Tea: দুধ চা-লেবু চা-এলাচ চা অনেক খেয়েছেন, শান্তিপুরের ভাইরাল লঙ্কা চা খেয়ে দেখুন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement