ডেস্ক-বেঞ্চে দিদিমণি, মাথায় সিঁদুর, পরণে সোয়েটার, গাইলেন আশা ভোঁসলে-র গান, Viral Video

Last Updated:

সারল্য ও সাবলীলতায় মাখা এই গান দিয়ে মন ছুঁয়ে যাচ্ছেন শিক্ষিকা৷

#কলকাতা: বারবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ধরে উঠ আসেন প্রতিভা৷ লাইমলাইটের আলো থেকে যাঁরা অনেকটা দূরে তাঁরাও এই ভার্চুয়াল মিডিয়ার হাত ধরে মানুষের কাছাকাছি পৌঁছে ়যান৷ কারণ প্রতিভার কোনও একটা মঞ্চ হয় না৷ প্রতিভা এমনই একটা জিনিস যা যে পথই পায় সেখান দিয়েই বিকশিত হওয়ার রাস্তা খুঁজে নেয়৷
ভার্চুয়াল মিডিয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচনা শোনা যায়৷ কথা ওঠে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে সমাজ, তরুণ প্রজন্ম উচ্ছন্নে যাচ্ছে৷ কিন্তু সেই সমালোচনাকে যে অনেকটাই পিছনে ফেলে দিতে পারে এই সোশ্যাল মিডিয়া তার অন্যতম বড় কারণ এইভাবে সকলের পাশের বাড়ির প্রতিভাকে তারা তুলে আনতে পারে৷
সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এমনই এক শিক্ষিকা -গায়িকার খোঁজ পাওয়া গেছে৷ প্রোফাইলটিও খুব চেনা৷ অতীন্দ্র নামের যে ব্যক্তি রাণু মণ্ডলকে খুঁজে সকলের সামনে হাজির করেছিলেন তাঁর নামেরই একটি হ্যান্ডেল থেকে নতুন এই ভিডিও পোস্ট হয়েছে৷
advertisement
advertisement
উমরাও জান ছবিতে আশা ভোঁসলের বিখ্যাত গান ‘দিল চিজ কেয়া হ্যায়’ সমস্ত দেশ-কালের সীমা পেরিয়ে ক্লাসিকের তকমা পেয়েছে৷ এই বড় চেনা গানটিই গেয়েছেন চাকদহের বিপাশা দাস৷
শুনে নিন সেই গান...
সুরের ওপর সাবলীল দক্ষতা, তারসঙ্গে সুমধুর গায়কি৷ এই গান শুনেই নেটিজেনরা বুঁদ হয়েছেন তাঁর সঙ্গীতের জাদুতে৷ ফলে লাইক ও শেয়ারের সংখ্যাও প্রচুর৷
advertisement
ভার্চুয়াল মিডিয়ামের শ্রোতারা তাঁকে পছন্দ করেছেন , এই ভালোবাসাকে পাথেয় করে আরও কিছু সুন্দর গান তিনি উপহার দেবেন এমনটাই আশা এখন নেটিজেনদের৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ডেস্ক-বেঞ্চে দিদিমণি, মাথায় সিঁদুর, পরণে সোয়েটার, গাইলেন আশা ভোঁসলে-র গান, Viral Video
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement