Mercedes as Gift: স্বপ্ন যখন সত্যি! বালকের আব্দার শুনে আস্ত মার্সিডিজ উপহার দিলেন সৌদি যুবরাজ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mercedes as Gift: ওই খুদে যুবরাজ মহম্মদ বিনের কাছে মার্সিডিজ চাইছে মজার ছলেই৷ তৎক্ষণাৎ মঞ্জুর হয়ে যায় তার সেই আব্দার৷ ইন্টারনেটে তুমুল ভাইরাল সেই ভিডিও
উপহার পেতে কার না ভাল লাগে! তাই বলে উপহারে আস্ত একটা মার্সিডিজ? স্বপ্নের মতো সেই ঘটনাই সত্যি হল সৌদি আরবের এক বালকের ক্ষেত্রে৷ সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন আল সৌদ তাঁর আব্দার শুনে উপহার দিয়েছেন মার্সিডিজ৷ ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে ওই খুদে যুবরাজ মহম্মদ বিনের কাছে মার্সিডিজ চাইছে মজার ছলেই৷ তৎক্ষণাৎ মঞ্জুর হয়ে যায় তার সেই আব্দার৷ ইন্টারনেটে তুমুল ভাইরাল সেই ভিডিও৷
মাইক্রো ব্লগিং সাইট এক্স (অতীতের ট্যুইটার) -এ পোস্ট করা হয়েছে সেই ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে একটি বাড়ি থেকে বার হচ্ছেন সৌদি যুবরাজ৷ তাঁকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষারত ছিলেন অনেকেই৷ সেই জটলা থেকেই এক শিশু আচমকাই বলে ওঠে ‘‘আমার একটা মার্সিডিজ চাই৷’’ উত্তরে যুবরাজ জিজ্ঞাসা করেন ‘‘তোমার মার্সিডিজ চাই?’’
advertisement
One of the biggest Flex i’ve seen. pic.twitter.com/660Nz01244
— 🛸 (@mvccido_szn) September 25, 2023
advertisement
শুনে সাগ্রহে মাথা নাড়ে ওই শিশু৷ জবাবে কিছু না বলে যুবরাজের মুখে আন্তরিক হাসি৷ সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গীদের তিনি নির্দেশ দেন ওই বালকের ঠিকানা নিয়ে নিতে৷
পরের দিনই ইচ্ছেপূরণ৷ বালকের ঠিকানায় পৌঁছে যায় মার্সিডিজ৷ নতুন ঝাঁ চকচকে বিলাসবহুল গাড়ির সঙ্গে তার পোজ দেওয়াও রয়েছে একই ভিডিওতে৷
advertisement
দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ মন্তব্যস্রোতে এসেছে অসংখ্য মন্তব্য৷ এক নেটিজেন লিখেছেন ‘‘ভাগ্যবান দেশ…একদিন ঠিকানা নিয়ে পর দিনই বাড়িতে চলে এল মার্সিডিজ৷’’ কারওর মন্তব্যে মিশে আছে রসিকতাও৷ তিনি লিখেছেন ‘‘আর এখানে আমরা ভাবি যে বাচ্চারা এক প্যাকেট চিপস পেতে পারে কিনা৷’’
তবে এই ভিডিও কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, সেটা জানা যায়নি৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 11:03 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mercedes as Gift: স্বপ্ন যখন সত্যি! বালকের আব্দার শুনে আস্ত মার্সিডিজ উপহার দিলেন সৌদি যুবরাজ