Saraswati Puja Makeup Tips: শাড়ি, ছোট্ট টিপ সঙ্গে হাল্কা মেকআপ, সরস্বতী পুজোতে আপনিই হবেন স্টার! রইল মেকআপ টিপস
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
Last Updated:
Paschim Medinipur News: সরস্বতী পুজোর দিনে রেডি হয়ে যান পাঁচ মিনিটে, কীভাবে জানুন
পশ্চিম মেদিনীপুর: সাজগোজ আর মহিলারা পারস্পরিক সমার্থক। যে কোনও অনুষ্ঠানে পছন্দের শাড়ি তার সঙ্গে ম্যাচিং গয়না এবং সঙ্গে মেকআপ তো চাই ই চাই মহিলাদের। সামনেই সরস্বতী পুজো, সেই কাউন্টডাউন শুরু করেছেন সকলে। আর সরস্বতী পুজোর দিন কীভাবে খুব অল্প সময়ে নিজেকে নতুন লুকে সাজিয়ে তুলতে পারবেন, তা দেখিয়ে দিলেন বিউটিশিয়ান মধুমিতা রাউত।
ঘরে থাকা সামান্য সাজগোজের উপকরণ দিয়ে অনায়াসেই নিজেকে তৈরি করে ফেলতে পারবেন, তা জানিয়ে দিলেন তিনি৷ প্রয়োজন নেই পার্লার কিংবা বিউটি স্টুডিওতে যাওয়া। কীভাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়া যাবে সরস্বতী পুজোর লুকে, দেখে নিন।
আরও পড়ুনCha Ful Pakoda: পাতা তো অনেক খেলেন, চায়ের ফুল খেয়েছেন? মুখের স্বাদ ফিরিয়ে দেবে, জানতে হবে রেসিপি
advertisement
advertisement
আর হাতে গোনা কয়েকদিন পরেই সরস্বতী পুজো। এই দিন মেয়েরা শাড়ি পরে ঘুরতে যেতে পছন্দ করেন, সঙ্গে হালকা মেকআপ লুক। কিন্তু সেই মেকআপ করতে গেলে বিভিন্ন বিউটি স্টুডিও কিংবা পার্লারে বেশ লাইন দিতে হয় কিংবা গুনতে হয় গাঁটের কড়িও। কিন্তু বাড়িতে থাকা প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ব্লাসার-হাইলাইটার, কাজল, লিপস্টিকে সেজে উঠতে পারবেন আপনি।
advertisement
সরস্বতী পুজোর দিনে শাড়ির সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন হালকা মেকআপে। প্রথমেই ফেস ওয়াশ করে নিতে হবে এরপর কোল্ড ক্রিম বা মশ্চারাইজার মুখে মেখে নিতে হবে। এরপর একে একে প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, কনসিলার, ব্লাশার, কাজল, আইলাইনার, লিপস্টিকের সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন।
আরও পড়ুন Sarse Bhapa Dim Recipe: মাছ-মাংস ফেল, আঙুল চেটে খাবেন ডিমের এই বিশেষ রেসিপি! রইল বিস্তারিত
পুজোর দিনে রূপসজ্জা নিয়ে বেশ চিন্তিত থাকেন সকলে। সবার মাঝে নিজেকে একটু আলাদাভাবে সাজিয়ে তুলতে চান প্রত্যেকে, তবে তার মাঝে সময়ের দিকেও নজর রাখতে হয়। সবকিছুর মুশকিল আসান আছে। সময় বাঁচিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এখন সাজগোজ করা যাবে। মাত্র ৫ মিনিটের মধ্যেই রূপসজ্জার বিউটি টিপস দিলেন বিউটিশিয়ান মধুমিতা রাউত। এভাবে সেজে অন্যরকম লুকে বেরিয়ে তাক লাগাতে পারবেন অন্যকে।
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 6:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saraswati Puja Makeup Tips: শাড়ি, ছোট্ট টিপ সঙ্গে হাল্কা মেকআপ, সরস্বতী পুজোতে আপনিই হবেন স্টার! রইল মেকআপ টিপস