Birbhum Tourism: ১০০ বছর আগে ৬০০ টাকায় কেনা হয়েছিল, এটাই এখন হেরিটেজ গাড়ি! দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক

Last Updated:

কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের কখনও আশ্রম প্রাঙ্গন, আবার কখনও সোনাঝুরি খোয়াই হাটে দেখা মিলছে প্রায় ১০০ বছরের পুরনো "অস্টিন টেন সেলুন" নামক একটি বিদেশী কোম্পানির গাড়ি।

+
হেরিটেজ

হেরিটেজ গাড়ি

বীরভূম: বীরভূম তথা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। এখন চলছে শীতের মরশুম। আর বীরভূমের এই মনোরম ঠান্ডা পরিবেশে দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন। বর্তমানে এখন পর্যটকদের ভিড়ে ঠাসা কবিগুরুর প্রাণের শহর। ঠিক এই মতো অবস্থায় কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের কখনও আশ্রম প্রাঙ্গন, আবার কখনও সোনাঝুরি খোয়াই হাটে দেখা মিলছে প্রায় ১০০ বছরের পুরনো “অস্টিন টেন সেলুন” নামক একটি বিদেশী কোম্পানির গাড়ি।
ইউনেস্কোর ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ বোলপুর শান্তিনিকেতনে সেই হেরিটেজ গাড়িটি দেখতে উপচে পরা ভিড় পর্যটক থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দাদের। অনেকে ছবিও তুলছেন মুঠোফোনে। গাড়িটি নাম “Austin 10 salune”৷ চারজন বসতে পারেন এই গাড়িতে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ১৯৩২ সালে লন্ডন থেকে কলকাতা এসেছিল গাড়িটি। জলপথে নিয়ে আসা হয়েছিল গাড়িটি একটি বাক্সের মধ্যে প্যাকিং অবস্থায়। গাড়িটির বর্তমান মালিক কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঞ্চলের বাসিন্দা চন্দ্রপ্রকাশ বর্মা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তাঁর বাবার দাদু আজ থেকে আনুমানিক প্রায় ১০০ বছর আগে মাত্র ৬০০ টাকার বিনিময়ে লন্ডন থেকে কিনে নিয়েছিলেন। হেরিটেজ গাড়ির মালিক জানাচ্ছেন, জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন এই গাড়ি নিয়ে একটি সফর করছি। এই সফরের নাম দেওয়া হয়েছে “দি হেরিটেজ রান।” রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে কলকাতার জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন, সমস্ত স্তরের মানুষের কাছে ঐতিহ্যের কথা তুলে ধরছি। খুব ভাল রেসপন্স পাচ্ছি পর্যটকদের থেকে। প্রচুর মানুষ ছবি তুলছে। বেশ ভাল লাগছে ঐতিহ্যের একটি গাড়িকে আজও বাঁচিয়ে রাখতে পেরে।”
advertisement
অন্যদিকে হাওড়া থেকে আগত এক পর্যটক জানান ” হঠাৎ রাস্তায় গাড়িটি দেখে কিছুটা অবাক হলাম, যদিও বোলপুর এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি যেটি ১৯৩৩ সালের হাম্বার (Humber) গাড়ি নামে পরিচিত সেই গাড়িটি দেখেছি তবে এই গাড়িটি রাস্তার মধ্যে দেখে বেশ ভাল লাগছে।”
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Tourism: ১০০ বছর আগে ৬০০ টাকায় কেনা হয়েছিল, এটাই এখন হেরিটেজ গাড়ি! দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement