Weight Loss: ওজন কমানোর জন্য সাবুদানা? ঠিকঠাক সুফল পাওয়ার সম্ভাবনা কতটা?

Last Updated:

Sabudana is a good choice for Weight Loss: ওজন কমানোর জন্য সাবুদানা ডায়েটে রাখতে চাইলে বেশ কয়েকটি বিষয় জেনে রাখা দরকার।

উপবাস ভাঙার পর সাবু খেতে পারেন
উপবাস ভাঙার পর সাবু খেতে পারেন
#কলকাতা: ভারতীয় পরিবারে বিভিন্ন কারণের জন্য সাবুদানা (Sabudana) খুবই পরিচিত। ভারতীয়দের মধ্যে উপোসে কিংবা কোনও পূজা-পার্বনে রান্না না করলে সাবুদানা খাওয়ার রীতি রয়েছে। আবার সাবুদানার নিজস্ব কোনও স্বাদ না থাকায় অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়। তবে ওজন কমানোর জন্য সাবুদানা ডায়েটে রাখতে চাইলে বেশ কয়েকটি বিষয় জেনে রাখা দরকার (Weight Loss)।
সাবুদানা কী?
ট্যাপিওকা পার্ল নামেও পরিচিত সাবুদানা (Sabudana) হল ট্যাপিওকার শিকড় থেকে নিষ্কাশিত একটি স্টার্চ। যাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং এটি উপবাসের সময় খাওয়ার জন্য একটি উপযুক্ত খাবার (Sabudana is a good choice for Weight Loss)।
advertisement
advertisement
সাবুদানার পুষ্টিগুণ কেমন?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এক কাপ সাবুদানায় রয়েছে ৫৪৪ ক্যালোরি, ১৩৫ গ্রাম কার্বোহাইড্রেট, ১.৩৭ গ্রাম ফাইবার, ০.২৯ গ্রাম প্রোটিন, ০.০৩ গ্রাম ফ্যাট, ৩০.৪ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং অল্প পরিমাণে আয়রন, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম।
সাবুদানার উপকারিতা কী?
এটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তাই শরীরে শক্তি জোগায়। সাইকেল চালকদের নিয়ে করা এক গবেষণায় দেখা গিয়েছে যে সাবুদানা খাদ্যতালিকায় রাখলে সাইকেল চালকদের ধৈর্যশক্তি ৮৪ শতাংশ বেড়ে যায়। সাবুদানায় গ্লুটেন না থাকায় যাঁরা গ্লুটেন সহ্য করতে পারেন না এবং যাঁদের সিলিয়াক রোগ আছে তাঁদের জন্য ভাল। এক্ষেত্রে গ্লুটেন অসহিষ্ণুতার সাধারণ লক্ষণগুলি হল পেটফাঁপা, পেটে ব্যথা এবং ওজন কমে যাওয়া। তাছাড়া ফাইবার থাকায় অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এবং বদহজম, কোষ্ঠ্যকাঠিন্য কমায়। উচ্চ মাত্রায় পটাসিয়াম থাকার জন্য এটি ব্লাড প্রেসার কমাতেও সাহায্য করে।
advertisement
ওজন কমাতে কি সাহায্য করে?
পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর জন্য সাবুদানা আদর্শ খাবার নয়। কারণ এতে প্রচুর কার্বোহাইড্রেট এবং অল্প পরিমাণে ফ্যাট ও প্রোটিন রয়েছে। তাছাড়া সাবুদানা একটি স্বতন্ত্র খাবার নয় বলে এটি অন্য উপকরণের সঙ্গে মিশিয়ে খেতে হয়। তাই স্বাদ বাড়াতে সাবুদানায় কী কী উপাদান যোগ করা হচ্ছে তার উপর ক্যালোরিও নির্ভর করে।
advertisement
কতটা খাওয়া উচিত
ওজন নিয়ন্ত্রণে রাখা হলে ক্যালোরির দিকে নজর দিতে হবে। এক কাপ সাবুদানায় প্রায় ৫৫০ ক্যালোরি রয়েছে। এর উপর ভিত্তি করে আমাদের কতটা খাওয়া উচিত তা পরিমাপ করতে হবে। একটি রিপোর্ট অনুসারে, ওজন কমাতে চাইলে প্রত্যেক দিন সাবুদানা খাওয়া চলবে না। সেক্ষেত্রে ১ ১/২ কাপের বেশি সাবুদানা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss: ওজন কমানোর জন্য সাবুদানা? ঠিকঠাক সুফল পাওয়ার সম্ভাবনা কতটা?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement