Krishna Devotee: আশৈশব কৃষ্ণভক্ত, স্বামী ও দুই মেয়েকে নিয়ে গত ১৩ বছর মায়াপুরবাসী এই রুশ তরুণী

Last Updated:

Krishna Devotee:

স্বামী ও দুই মেয়েকে নিয়ে যমুনা মায়াপুরবাসী
স্বামী ও দুই মেয়েকে নিয়ে যমুনা মায়াপুরবাসী
কলকাতা : বড় হওয়া সুদূর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। রুশ কিশোরী তখন ভাবতেও পারেননি পরবর্তীতে তাঁর জীবনের বড় অধ্যায় কাটবে বাংলার মায়াপুরে। সেদিনের রুশ তরুণী আজ যমুনা জীবনা। জীবনের বাকি দিনগুলি আশ্রমিক জীবনে নিবেদন করেছেন শ্রীকৃষ্ণের পায়ে। জি বাংলার শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ এসে তিনি জানিয়েছেন জীবনের আখ্যান। তাঁর জীবনের গল্পের সেই ভিডিও ক্লিপ এখন ভাইরাল।
সাধিকা জীবনে তাঁর নাম যমুনা জীবনা। তিনি যখন ছোট, তখন তাঁর মা স্বপ্নে দেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তার পর একদিন তাঁরা বন্ধুর আমন্ত্রণে এলেন মায়াপুরে। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখে যমুনার মা উপলব্ধি করলেন তাঁকেই তিনি দেখেছিলেন স্বপ্নে। মায়াপুরের আশ্রমিক জীবনধারা দেখে মুগ্ধ হলেও তখন তাঁদের সেখানে বসবাস করা সম্ভব হয়নি। সপরিবারে ফিরে গিয়েছিলেন রাশিয়ায়। আট বছর বয়স থেকেই রাশিয়ায় শ্রীকৃষ্ণের নামগান, সাধন ভজনে দিন কেটেছে যমুনার।
advertisement
advertisement
কিন্তু মনের টানে সেই মায়াপুরে ফিরে এলেন যমুনা। তখন তিনি বিবাহিতা এবং দুই সন্তানের মা। এখন সপরিবারে, স্বামী ও দুই মেয়েকে নিয়ে যমুনা মায়াপুরবাসী। তাঁরা বাবা মা থাকেন রাশিয়াতেই। বাবা মাকে ছেড়ে গত ১৬ বছর ধরে যমুনা ভারতে আছেন। ১৩ বছর ধরে রয়েছেন মায়াপুরে। মায়াপুরের জীবনে খুব খুশি এই কৃষ্ণসাধিকা।
advertisement
যমুনা একজন থেরাপিস্ট। পাশাপাশি কৃষ্ণসেবায় নিবেদিত। জন্মাষ্টমী-সহ বিশেষ বৈষ্ণব অনুষ্ঠানের আয়োজনে প্রচুর রান্নাবান্না করেন তিনি। শিখে নিয়েছেন বাংলার রান্না। নিজে ভালবাসেন রুটি ও তরকারি। রসমালাই, বরফি-সহ বাংলার রকমারি মিষ্টির স্বাদেও মুগ্ধ তিনি। তাঁর স্বপ্ন, শ্রীকৃষ্ণের লীলা এবং মায়াপুরের কথা ছড়িয়ে পড়ুক আরও বেশি করে।
(ছবি : জি বাংলার সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করা ভিডিও ক্লিপ থেকে)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Krishna Devotee: আশৈশব কৃষ্ণভক্ত, স্বামী ও দুই মেয়েকে নিয়ে গত ১৩ বছর মায়াপুরবাসী এই রুশ তরুণী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement