Janmashtami 2023: জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন ভোগে কী কী থাকে, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Janmashtami 2023: প্রাচীন রীতি রেওয়াজ অনুযায়ী মন্দিরে বা বাড়ির পুজোয় রান্না করা হয় ভোগ। শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন ভোগ খুবই প্রসিদ্ধ
আজ জন্মাষ্টমীতে পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। প্রচলিত নানা রীতিনীতির পাশাপাশি এই পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পুজোর ভোগপ্রসাদ।
advertisement
ক্ষেত্রবিশেষে পাল্টে যায় ভোগপ্রসাদ। প্রাচীন রীতি রেওয়াজ অনুযায়ী মন্দিরে বা বাড়ির পুজোয় রান্না করা হয় ভোগ। শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন ভোগ খুবই প্রসিদ্ধ।
advertisement
ছাপ্পান্ন ভোগের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন পৌরাণিক কাহিনি। তবে সব জায়গায় এই ভোগের আয়োজন একইরকম হয় না।
advertisement
জন্মাষ্টমীতে বালগোপাল বা নাড়ুগোপালকে নবজাতকের মতোই স্বাগত জানানো হয়। তাঁর সামনে সাজিয়ে নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগের নিবেদন।
advertisement
দেখে নেওয়া যাক কী কী থাকতে পারে ছাপ্পান্ন ভোগের মধ্যে। মাখন মিছরি, ক্ষীর, রসগোল্লা, লাড্ডু, জিলিপি, রাবড়ি, মালপোয়া, মোহনভোগ সাজিয়ে দেওয়া হয়।
advertisement
ছাপ্পান্ন ভোগে অবশ্যই থাকে পঞ্চামৃত, মুগডালের হালুয়া, ঘেভর, পেঁড়া, কাজুবাদাম, আমন্ড, পেস্তা, ছোটএলাচ।
advertisement
গোপালের সামনে সাজিয়ে দেওয়া হয় চিনি, মঠ, চাটনি, মোরব্বা, কলা, আঙুর, আপেল এবং অবশ্যই বাংলার বিশেষত্ব তালের বড়া।
advertisement
advertisement
advertisement
ডাবের জল, নারকেলের জল, ছাঁচের সন্দেশ, আমন্ড দুধ, শিকঞ্জী, ছানা, পোলাও এবং ভুজিয়া দেওয়া হয় ছাপ্পান্ন ভোগের মধ্যে।
advertisement
advertisement