Roaching in Dating: প্রেমের নামে ‘আরশোলা-ডেটিং’! আপনি এই সম্পর্কের শিকার নন তো?

Last Updated:

Roaching in Dating:গা ঘিনঘিন করা এহেন পতঙ্গের নামও কিনা জুড়ে গিয়েছে ভাব ভালবাসার সম্পর্কের সঙ্গে!

আরশোলা দেখলে খুশি হন, এমন মানুষ বিরল৷ গা ঘিনঘিন করা এহেন পতঙ্গের নামও কিনা জুড়ে গিয়েছে ভাব ভালবাসার সম্পর্কের সঙ্গে! নাগরিক সম্পর্কে(Relationship) র অভিধানে নতুন সংযোজন ‘রোচিং’(Roaching)৷ এ নাকি ডেটিংয়ের এক প্রকার৷ এক জন যদি একাধিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে থাকেন, তখন তাকে বলা হয় ‘রোচিং ডেটিং’(Roaching Dating)৷
আরও পড়ুন : ঝগড়া বন্ধ হচ্ছে না? বিবাদের পর পরিস্থিতি তিক্তই থাকছে? রইল সহজ উপায়
এই নামকরণের কারণ? গৃহস্থের বাড়িতে আরশোলা কখনও একা থাকে না৷ একটি আরশোলা দেখতে পাওয়ার অর্থ আড়ালে আবডালে লুকিয়ে আছে আরও বেশ কয়েকটি৷ অর্থাৎ যে প্রেমিক বা প্রেমিকাকে দেখা যাচ্ছে, তিনি ছাড়াও সম্পর্কে আছেন আরও অনেকে-সেই ধারণা থেকেই নামকরণ ‘রোচিং ডেটিং’৷
advertisement
আরও পড়ুন : দাম্পত্য বিঘ্নিত ঈর্ষার সবুজ চোখে? সমস্যা দূর করুন এই উপায়ে
যিনি রোচিং করেন তিনি নিজে রোচার৷ যাঁর বা যাঁদের সঙ্গে করা হয়, তিনি বা তাঁরা রোচড৷ রোচার কিন্তু তাঁর এই আচরণ সম্পূ্র্ণ গোপন রাখেন৷ কিন্তু আপনি কি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে রোচড হচ্ছেন? বুঝবেন কী করে? খেয়াল রাখুন এই বিষয়গুলির দিকে-
advertisement
advertisement
# সঙ্গী বা সঙ্গিনীর মাঝে মাঝেই কোনও সন্ধান পাচ্ছেন না৷ উধাও হয়ে যাওয়ার পিছনে কোনও সদুত্তরও দিতে পারছেন না তিনি৷
# আপনার একাধিক পরিকল্পনা ভেঙে দিচ্ছেন তুচ্ছাতিতুচ্ছ অজুহাতে
# আপনাকে দেওয়া কথা রাখতে পারছেন না
# সামাজিক মাধ্যমে এমন অনেক কিছু শেয়ার করছেন, যার হদিশ আপনি জানেন না
# সম্পর্ক নিয়ে আলোচনায় নারাজ
advertisement
# দু’জনের মধ্যে দূরত্ব বেড়ে চলেছে ক্রমশই
আরও পড়ুন :
যদি এই লক্ষণগুলি মিলে যায় বা আপনার মনে ঘুণাক্ষরেও সন্দেহ হয়, তাহলে আর অপেক্ষা করবেন না৷ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সরাসরি কথা বলুন৷ এক্ষেত্রে অন্য কারও মাধ্যমে কথা বলবেন না৷ ধরেই নিন আলোচনা তিক্ত হবে৷ কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে পিছিয়ে আসবেন না৷ মনে রাখবেন আপনার আবেগ ও মানসিক সুস্থিতির উপর আপনার কাছে অন্য আর কিছু নয়৷ তাই কীটনাশক দিয়ে যেভাবে আরশোলা দূর করা হয়, সেভাবে আপনিও পরিষ্কার আলোচনায় রোচিংমুক্ত হন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Roaching in Dating: প্রেমের নামে ‘আরশোলা-ডেটিং’! আপনি এই সম্পর্কের শিকার নন তো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement