Priceless Car Collection: গাড়িশালে ল্যাম্বরগিনি, ফেরারি, পোর্শে! পাগড়ির রঙের সঙ্গে মিলিয়ে ১৫ টি রোলস রয়েস কিনেছেন এই যুবক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Priceless Car Collection: নেটিজেনদের প্রশ্ন, তিনি কি পাগড়ির সঙ্গে মিলিয়ে গাড়িতে ওঠেন? নাকি রোলস রয়েসের সঙ্গে ম্যাচিং করে এক এক দিন এক এক রঙের পাগড়ি পরেন?
গাড়িপ্রেমী অনেকের কাছেই রোলস রয়েসের মালিক হওয়া জীবনভর স্বপ্নসম। অধিকাংশের কাছেই এই বাহন রয়ে যায় আকাশকুসুম ইচ্ছে হয়েই। সেখানে একাধিক রোলস রয়েসের মালিক রোবেন সিং। ইংল্যান্ডবাসী এই ভারতীয় বংশোদ্ভূতের গাড়িশালে সাজানো একাধিক রোলস রয়েস। এ ছাড়াও রয়েছে অন্যান্য মহার্ঘ্য গাড়ি।
কয়েক বিলিয়ন ডলারের গাড়ির দৌলতে তিনি এখন নেটদুনিয়ার অন্যতম আকর্ষণ। ভাইরাল হয়েছে তাঁর একাধিক ছবি। যেখানে তিনি নিজের পাগড়ির সঙ্গে মানানসই রঙের রোলস রয়েসের সামনে দাঁড়িয়ে আছেন। নেটিজেনদের প্রশ্ন, তিনি কি পাগড়ির সঙ্গে মিলিয়ে গাড়িতে ওঠেন? নাকি রোলস রয়েসের সঙ্গে ম্যাচিং করে এক এক দিন এক এক রঙের পাগড়ি পরেন?
advertisement
আরও পড়ুন : বৃহস্পতির তুলনায় আকারে ১৩ গুণ বড়! ৭৩১ আলোকবর্ষ দূরে অতিকায় গ্রহ আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

advertisement
জানা গিয়েছে এই মুহূর্তে রোবেনের সংগ্রহে ১৫ টি রোলস রয়েস রয়েছে। তবে সেগুলির মডেল এবং মূল্য এখনও জানা যায়নি। পাশাপাশি তাঁর গ্যারাজের শোভা বৃদ্ধি করেছে ৩.২২ কোটির বেশি দামি ল্যাম্বরগিনি হুরাক্যান, দুর্মূল্য বুগাত্তি ভেরন, ফেরারি এফ-১২ বারলিনেত্তা, পোর্শে ৯১৮ স্পাইডার এবং প্যাগানি হুয়াইরা। সব মিলিয়ে এদের দাম আকাশছোঁয়া।
advertisement
প্রশ্ন উঠেছে রোবেন সিংয়ের পরিচয় নিয়েও। জানা গিয়েছে এই উদ্যোগপতির পরিবার সাতের দশকে ভারত থেকে পাড়ি দিয়েছিল ইংল্যান্ডে। বেসরকারি ইক্যুইটি ফার্মের মালিক তিনি। এছাড়াও কাস্টমার সার্ভিস আউটসোর্সিংয়ের সঙ্গেও যুক্ত এই ব্যবসায়ী। ঘনিষ্ঠমহলে তিনি পরিচিত ‘ব্রিটিশ বিল গেটস’ বা ‘সিং ইজ কিং’ নামে। নিজের পরিচয় দেন গর্বিত ‘ব্রিটিশ শিখ’ বলে। মনে করেন, বিশ্বাসই তাঁর শক্তির মূলমন্ত্র।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 3:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Priceless Car Collection: গাড়িশালে ল্যাম্বরগিনি, ফেরারি, পোর্শে! পাগড়ির রঙের সঙ্গে মিলিয়ে ১৫ টি রোলস রয়েস কিনেছেন এই যুবক