Discovery of New Planet: বৃহস্পতির তুলনায় আকারে ১৩ গুণ বড়! ৭৩১ আলোকবর্ষ দূরে অতিকায় গ্রহ আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

Last Updated:

Discovery of New Planet: সদ্য আবিষ্কৃত গ্রহকে বিজ্ঞানীরা বলছেন এক্সোপ্ল্যানেট৷ অর্থাৎ সৌরজগতের বাইরে কোনও প্রকাণ্ড তারাকে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে চলে এই গ্রহ

বিরল এবং যুগান্তকারী আবিষ্কার মহাকাশবিজ্ঞানে
বিরল এবং যুগান্তকারী আবিষ্কার মহাকাশবিজ্ঞানে
বিরল এবং যুগান্তকারী আবিষ্কার মহাকাশবিজ্ঞানে৷ আবিষ্কৃত হল বৃহস্পতির থেকেও আকারে ১৩ গুণ বড় একটি গ্রহ৷ আমাদের সৌরজগতের বাইরে থাকা ওই গ্রহের সন্ধান পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ আমদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল)-এর ওই বিজ্ঞানীদের মত, এখনও পর্যন্ত এটাই মহাকাশের ঘনতম গ্রহ৷ বিজ্ঞানী অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানীদের একটি দল এই আবিষ্কার করেছেন৷ গবেষকদের ওই দলে ভারত ছাড়াও আমেরিকা, জার্মানি, সুইৎজারল্যান্ডের মহাকাশবিজ্ঞানীরা আছেন৷ তাঁদের গবেষণা ও এই বেনজির আবিষ্কারের কথা বিশদে প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটার্স’ পত্রিকায়৷
সদ্য আবিষ্কৃত গ্রহকে বিজ্ঞানীরা বলছেন এক্সোপ্ল্যানেট৷ অর্থাৎ সৌরজগতের বাইরে কোনও প্রকাণ্ড তারাকে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে চলে এই গ্রহ৷ তার ভর পরিমাপ করা হয়েছে রাজস্থানের শৈলশহর মাউন্ট আবুর গুরুশিখর মানমন্দির থেকে৷ বিজ্ঞানীদের মতে, এই গ্রহের ভর ১৪ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার৷ দেশজ পদ্ধতিতে নির্মিত পিআরএল অ্যাডভান্সড রেডিয়াল ভেলোসিটি আবু স্কাই সার্চ স্পেক্টোগ্রাফ-এর মাধ্যমে এই গ্রহের ভর পরিমাপ করা হয়েছে৷
advertisement
advertisement
নতুন আবিষ্কৃত গ্রহের নামকরণ করা হয়েছে TOI-4603b বা HD 245134b৷ আমাদের পৃথিবী থেকে ৭৩১ আলোকবর্ষ দূরে থাকা এই গ্রহ প্রদক্ষিণ করে সুবিশাল মাপের একটি নক্ষত্রকে৷ এক বার প্রদক্ষিণ করতে সময় লাগে ৭.২৪ দিন৷
আরও পড়ুন :  মাত্র ১১ সেকেন্ডে ‘B’-এর মধ্যে থেকে ‘H’ খুঁজে বার করতে গিয়ে কালঘাম ছুটছে নেটিজেনদের! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি!
TOI-4603b গ্রহের বাইরের তাপমাত্রাই প্রায় ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস৷ তার থেকে সহজেই অনুমেয় কতটা উত্তপ্ত এই সদ্য আবিষ্কৃত গ্রহ৷ এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে ৫ হাজারেরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা হয়েছে৷ বৈশিষ্ট্যের দিক থেকে যেগুলি একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা৷ এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন গবেষণার দিগন্ত উদ্ভাসিত করবে বলে ধারণা বিজ্ঞানীদের৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Discovery of New Planet: বৃহস্পতির তুলনায় আকারে ১৩ গুণ বড়! ৭৩১ আলোকবর্ষ দূরে অতিকায় গ্রহ আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement