সাবধান! ডেটে যাওয়ার আগে এই কাজগুলো করলে পালাবে পছন্দের মানুষও!

Last Updated:

হয় তো চরিত্রের বিশেষ কিছু নেগেটিভিটি অথবা ডেসপারেট স্বভাবের জন্য আমাদের এখনও সিঙ্গলের তক্‌মা বয়ে বেড়াতে হচ্ছে।

ভালোবাসা নিয়ে একটু-আধটু স্বপ্ন আমাদের সকলেরই থাকে। কিন্তু পছন্দের সেই ‘বিশেষ’ মানুষটির জন্য অনেকগুলো বছর প্রতীক্ষায় কেটে যায়। আবার হয় তো চরিত্রের বিশেষ কিছু নেগেটিভিটি অথবা ডেসপারেট স্বভাবের জন্য আমাদের এখনওসিঙ্গলের তক্‌মা বয়ে বেড়াতে হচ্ছে। আসুন জেনে নিই সম্পর্ক আগলে রাখতে কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলা খুবই দরকার!
বার বার প্ল্যান চেক করা
নিঃসন্দেহে নতুন সম্পর্ক নিয়ে আমরা একটু আত্মবিশ্বাসী হতে চাই। অথবা সম্পর্কে সিরিয়াস হওয়ার আগে পছন্দের মানুষটির মনের কথা জানতে চাই। নতুন সম্পর্ক, কাছাকাছি আসার সুযোগ এই সব কিছু মিলিয়ে ক্রমাগত আমাদের উত্তেজনার পারদ চড়তে থাকে। এখানেই বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা ষোল আনা। অতিরিক্ত এক্সাইটমেন্ট কিন্তু উল্টোদিকের মানুষটির কাছে আমাদের ডেসপারেট করে তোলে।
advertisement
প্রয়োজনের অতিরিক্ত কন্ট্যাক্ট করা
পছন্দের মানুষের সঙ্গে কথা বলার আনন্দই আলাদা। কিন্তু ভেবে দেখতে আমাদের ভালোলাগা যেন অন্যের কাছে বিরক্তিকর হয়ে না দাঁড়ায়।
advertisement
সম্পর্কে অতিরিক্ত গুরুত্ব দেওয়া
যে কোনও সম্পর্কে প্রথম পদক্ষেপ নিতে পারার মধ্যে একটা গর্বের ব্যাপার তো থাকেই। তবে সব সময় নিজে থেকে যোগাযোগের দায়িত্ব নিতে গিয়ে উল্টোদিকের মানুষটির কাছে আমরা মূল্যহীন হয়ে যেতে পারি।
advertisement
রিপ্লাই পাওয়ার ধৈর্য না রাখা
এটা নিয়ে আমাদের বেশ চিন্তা-ভাবনা করা দরকার। কেন না এই রকম অভ্যেস আশেপাশের অনেকেরই রয়েছে। হয় তো সরাসরি ডেট করার কথা জিজ্ঞেস না করলেও পুরনো মেসেজের সূত্র ধরে বারে বারে একই জায়গায় আটকে থাকলে আখেরে আমাদেরই ইমেজ নষ্ট হবে।
সমস্ত পোস্ট লাইক বা রিপোস্ট করা
সারাক্ষণ পার্টনারের নতুন বা পুরনো সব পোস্ট লাইক অথবা রিপোস্ট করা সত্যিই খানিকটা বিরক্তিকর। এক্ষেত্রে অন্যদিকের মানুষটির ভুল বোঝার সম্ভাবনা বেড়ে যায়। তখন পছন্দ করা তো দূরের কথা, আমাদের কপালে বরং স্টকারের তক্‌মা জুটে যেতে পারে।
advertisement
অনুমতি ছাড়াই ডেট করার সিদ্ধান্ত নেওয়া
সাধারণত প্রথম ডেটে অসম্ভব ভালো কিছু মুহূর্ত কাটানোর পর দ্বিতীয় ডেটের প্ল্যান করা যেতে পারে। সেক্ষেত্রে অন্যদিকের মানুষটির অনুমতি নেওয়া বা তার সঙ্গে পরামর্শ নিয়ে কাজ করাই ভালো। কিন্তু অনেক সময় অতিরিক্ত উৎসাহে নিজে থেকে নেক্সট ডেট প্ল্যান করলে পছন্দের মানুষটি কিন্তু নাক সিঁটকোতে পারে।
advertisement
প্রথম সাক্ষাতেই নিজেকে উজাড় করে দেওয়া
ধরা প্রথম ডেটিং-এর দিন, আর আমরা কথার মাঝখানে ক্রমাগত নিজেদের বিষয়ে যাবতীয় ইনফরমেশন দিয়ে যাচ্ছি। ফলে উল্টোদিকের মানুষটির বিরক্তি আসা কিন্তু স্বাভাবিক। সব চেয়ে বড়ো কথা, এতে করে অনেক অপ্রয়োজনীয় মানুষের কাছে আমরা স্রেফ নিজেদের ইমেজ নষ্ট করি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাবধান! ডেটে যাওয়ার আগে এই কাজগুলো করলে পালাবে পছন্দের মানুষও!
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement