Coconut Benefits: রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফালি নারকেল! হাজারো সমস্যার মুশকিল আসান আপনার হাতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Coconut Benefits: স্বাদের পাশাপাশি নারকেলের গুণের বাহারও একাধিক
নারকেলের ব্যবহার বাঙালি হেঁশেলে সীমিত৷ তুলনামূলকভাবে দক্ষিণ ভারতে অনেক বেশি এর প্রয়োগ৷ বঙ্গদেশে নারকেলের প্রয়োগ রান্নার উপকরণ হিসেবে৷ পিঠেপুলি থেকে শুরু করে ছোলার ডাল, কচুশাকের স্বাদে রকমারি রং আনে নারকেল৷ স্বাদের পাশাপাশি নারকেলের গুণের বাহারও একাধিক৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
শরীরের জন্য নারকেলের উপকারিতার শেষ নেই৷ স্বাস্থ্যকর স্নেহজাতীয় পদার্থ, অ্যান্টিঅক্সিড্যান্ট-সহ বহু পুষ্টিমূল্যে ভরপুর নারকেল৷ ভারতীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সনাতনী চিকিৎসায় নারকেলের প্রয়োগ দীর্ঘ দিনের৷ নারকেলের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণও অস্বীকার করা যায় না৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে কাঁচা নারকেল খেলে এর স্বাস্থ্যগুণ বহুলাংশে আত্তীকরণ করা যায়৷
advertisement
কোষ্ঠকাঠিন্য দূর
advertisement
কাঁচা নারকেল কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর৷ এতে প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য নিবারণে সহায়ক হয়৷
হৃদযন্ত্রকে ভাল রাখা
রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল খেলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে৷ নারকেলের স্বাস্থ্যকর স্নেহজাতীয় পদার্থ শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা ঠিকমতো বজায় রাখে৷ ফলে হৃদযন্ত্রের সমস্যা নিয়ন্ত্রিত হয়৷
ওজন নিয়ন্ত্রণ
advertisement
পরিমিত পরিমাণে নারকেল খেলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে৷
ত্বকের যত্ন
ব্রণ, দাগছোপের মতো সমস্যা দূর করে নারকেলের স্বাস্থ্যগুণ৷ রাতে ঘুমোতে যাওয়ার ঘণ্টাখানেক আগে নারকেল খেতে হবে৷
আরও পড়ুন : শীতকালে রোজ দেদার কমলালেবু খাচ্ছেন? দেখুন এই ফল বেশি খেলে কী ভয়ানক ক্ষতি হতে পারে শরীরের
সুনিদ্রায় সাহায্য
advertisement
আজকের ব্যস্ততার দিনে অনিদ্রা খুবই প্রচলিত সমস্যা৷ রাতে ঘুমোতে যাওয়ার আধঘণ্টা আগে ভাল ঘুম হতে সাহায্য করে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2024 6:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Coconut Benefits: রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফালি নারকেল! হাজারো সমস্যার মুশকিল আসান আপনার হাতে