Rathyatra 2025: নিমকাঠের রথের চাকা গড়াবে গৌড়ের পথে, ১৮১ বছর ধরে প্রাচীন রথযাত্রায় শামিল এই পরিবার

Last Updated:

Rathyatra 2025: ১৮১ বছর ধরে বংশানুক্রমিক ভাবে রথযাত্রা উৎসব হয়ে আসছে মালদহের ঠাকুরদাস দাস পরিবারের উদ্যোগে। প্রতিবছরই জেলার বিভিন্ন প্রান্তের হাজার‌ও ভক্তদের ঢল নামে এই রথযাত্রা উৎসবে।

+
আজ‌ও

আজ‌ও মালদহের এই নিম কাঠের তৈরি রথে যাত্রা করে জগন্নাথ দেব

জিএম মোমিন, মালদহ: ব্রিটিশ জমানা থেকে হয়ে আসছে মালদহের এই রথযাত্রা উৎসব। প্রায় ১৮১ বছর পুরনো ঐতিহাসিক এই রথযাত্রা শহরের অন্যতম পুরনো রথযাত্রা। মালদহ শহরের মকদুমপুর ঠাকুরবাড়ি লেন এলাকার ঠাকুরদাস দাস পরিবারের রথযাত্রা জেলার অন্যতম বৃহত্তম রথযাত্রা হিসেবেও পরিচিত। প্রতিবছরই কয়েক হাজার ভক্তদের সমাগম ঘটে শহরের এই রথযাত্রা উৎসবে। আজও নিমকাঠের রথের চাকা ঘোরে মালদহের শতাব্দী প্রাচীন এই রথযাত্রায়। বর্তমানে এই পরিবারের নবপ্রজন্মের পুরুষরা ঐতিহ্যগত পরম্পরা মেনে রথযাত্রা উৎসবের আয়োজন করে আসছেন।
ঠাকুর পরিবারের সদস্য সৈকত দাস জানান, শতাব্দী প্রাচীন এই রথ উৎসব ১৮১ বছর পূরণ করতে চলেছে। তাঁদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে শুরু করেছিলেন এই রথ উৎসব। সেই থেকে আজও ধর্মীয় ঐতিহ্যগত পরম্পরা মেনে প্রতিবছর রথ উৎসবের আয়োজন করা হয় এই পরিবারের উদ্যোগে।
এলাকার স্থানীয় এক দোকানদার নিরঞ্জন পাল জানান, “ছোটবেলা থেকে দেখে আসছি এখানে রথযাত্রা উৎসব হয়। ঠাকুরদাস দাস পরিবারের এই রথ উৎসব বহুদিন পুরনো। প্রতিবছরই সপরিবারে এই রথযাত্রায় অংশগ্রহণ করি এবং মেলায় আসি।”
advertisement
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগারে অলৌকিক! বদ কোলেস্টেরল কুপোকাত! হাই ব্লাড প্রেশারে অব্যর্থ! আপনার বাড়ির পাশের এই অতি চেনা গাছের পাতা খান এভাবে!
এই পরিবারের রথ উৎসবে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পাশাপাশি পূজিত হন নারায়ণ শিলা এবং ব্রজমোহন রাধারানি। দাস পরিবারের ঠাকুরবাড়িতে রয়েছে ব্রজমোহন রাধারানির বিগ্রহ। এবং মাসির বাড়ি হিসেবে পরিচিত বাড়ির মন্দির। রথযাত্রা উপলক্ষে ব্রজমোহন রাধারানির বিগ্রহ নিয়ে আসা হয় মাসির বাড়ি অর্থাৎ দাস পরিবারের মন্দিরে। সেখানে ৭ দিন ধরে চলে পুজো অর্চনা। পাশাপাশি ভক্তদের জন্য আয়োজন করা হয় মহাভোগের‌। এই রথযাত্রা কেন্দ্র করে দু’দিন ব্যাপী বসে বিশাল মেলা। মেলায় ভিড় জমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার‌ো ভক্তের।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rathyatra 2025: নিমকাঠের রথের চাকা গড়াবে গৌড়ের পথে, ১৮১ বছর ধরে প্রাচীন রথযাত্রায় শামিল এই পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement