Rasa Purnima Festival 2025: কেটে গেছে ৩০০ বছর! পটাশপুরের জমিদারবাড়ির রাস উৎসবের জৌলুস আজও অটুট

Last Updated:

Rasa Purnima Festival 2025: ৩০০ বছরের পুরনো ঐতিহ্য! আজও জমজমাট ভৈরবদাঁড়ির জমিদারবাড়ির রাস

+
পটাশপুরের

পটাশপুরের ৩০০ বছরের রাস

পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: তিন শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু ঐতিহ্যের দীপ আজও জ্বলছে সমান উজ্জ্বলতায়। সময় বদলেছে, প্রজন্ম পাল্টেছে, প্রযুক্তি এসেছে জীবনের প্রতিটি কোণে, তবু ভক্তির আবহে আজও অটুট সেই প্রাচীন রাস উৎসবের জৌলুস। কথা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের ভৈরবদাঁড়ি গ্রামের ৩০০ বছরের প্রাচীন রাস উৎসবের।
জমিদার বাড়ির বর্তমান প্রজন্মদের দাবি, প্রায় তিনশো বছর আগে ওড়িশার বাসিন্দা অঙ্কুরচরণ নামে এক ব্যবসায়ী বাংলায় এসে ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে তিনি পটাশপুরের ভৈরবদাঁড়ি গ্রামে বসতি স্থাপন করেন। ব্যবসায় সফলতা লাভের পর ভগবানের কৃপা স্মরণে তিনি একটি মন্দির নির্মাণ করেন।
রাধাগোবিন্দ, রাধারানি, গোপালজীউ, লক্ষ্মী জনার্দন, রঘুনাথ ও বাসুদেব—এই ছয় বিগ্রহ বিরাজমান ওই মন্দিরে। সেই থেকেই শুরু হয় রাস উৎসবের প্রচলন, যা আজও একই নিয়মে পালন করে আসছেন গ্রামের মানুষ। প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমা থেকে শুরু হয় চারদিনব্যাপী এই উৎসব। এই উৎসব ঘিরে গোটা এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন এই উৎসবে অংশ নিতে। রাস উৎসব কেন্দ্র করে বসে মেলা, যেখানে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও প্রতি সন্ধ্যায় থাকে বিনোদনের আয়োজন। এই রাস উৎসবের অন্যতম আকর্ষণ নরনারায়ণ সেবা। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই সেবায় অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই কার্তিক মাসে রাসপূর্ণিমা! জানুন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি ও থাকবে কত ক্ষণ
আগে নদীপথে নৌকায় করে আনা হত নরনারায়ণ সেবার সামগ্রী, এখন রাস্তা পাকা হলেও সেই ঐতিহ্যের স্মৃতি আজও গ্রামবাসীর মুখে মুখে। একসময় মশাল জ্বালিয়ে সম্পন্ন হতো পুজো। বর্তমানে তার জায়গা নিয়েছে রঙিন বৈদ্যুতিন আলো। তবে উৎসবের ধর্মীয় আবেগে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।
advertisement
রাস উৎসবের দিনগুলোতে গোটা ভৈরবদাঁড়ি গ্রাম আলোকসজ্জায় সেজে ওঠে। মন্দির চত্বর থেকে শুরু করে গ্রামের প্রতিটি পথ ঝলমল করে আলোয়। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
জমিদার বাড়ির ষষ্ঠ প্রজন্মের সদস্য স্বপনকুমার জানা বলেন, “এই রাস উৎসব আমাদের পূর্বপুরুষদের সৃষ্টি, আর আমরা শুধু সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তিন শতাব্দী ধরে গ্রামবাসীর সহযোগিতায় এই উৎসব টিকে আছে। এখন সময় বদলেছে, কিন্তু ভক্তি আর নিয়মের কোনও পরিবর্তন হয়নি। রাসের সময় গোটা গ্রাম এক হয়ে যায়—এটাই আমাদের সবচেয়ে বড় গর্ব। যতদিন বেঁচে আছি, ততদিন এই উৎসব চলবে আগের মতোই।”
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rasa Purnima Festival 2025: কেটে গেছে ৩০০ বছর! পটাশপুরের জমিদারবাড়ির রাস উৎসবের জৌলুস আজও অটুট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement