Ranu Mandal Viral Video: তুমুল নাচ রানাঘাটের রানুর! পরনে নীল নাইটি-লাল গামছা! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

Ranu Mandal Viral Video: চমক দিতে এর আগেও কসুর করেননি রানু মণ্ডল। তবে এবার তাঁকে পাওয়া গেল অন্য চেহারায়।

নেচে ভাইরাল হলেন রানু মণ্ডল
নেচে ভাইরাল হলেন রানু মণ্ডল
#রানাঘাট: মফস্বল শহরতলীর ৬ নম্বর প্লাটফর্ম থেকে অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে রানু মণ্ডল সোজা পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের প্লেব্যাক দুনিয়ায়। রাতারাতি একজন ভবঘুরে থেকে হয়েছিলেন দেশের অন্যতম 'সিংগিং সেনসেশন'। এমনকি বহু মানুষ তাকে ভালবেসে “লতাকণ্ঠী” নামেও সম্মোধন করেছিলেন সেইসময়। সালটা ছিল ২০১৯। সেইসমকার দুর্গা পূজার প্যান্ডেলগুলিতে সমানে বেজেছিল রানুর জনপ্রিয় গান 'তেরি মেরি কাহানি'! কিন্তু সেইসব আজ অতীত। ফিরেছেন রাণু নিজের পুরোনো বাড়িতে। সেখানেই কোনওমতে আজ দিন গুজরান। তবে সঙ্গে থাকে রানুর গলার সুর আর মজলিশী মেজাজ। তবে এবার তাঁকে পাওয়া গেল অন্য চেহারায়। অবশ্য চমক দিতে এর আগেও কসুর করেননি রানু মণ্ডল।
প্রসঙ্গত, একসময় জনপ্রিয়তা পেলেও ফটো তুলতে এসে ফ্যানের সঙ্গে দুব্যবহার থেকে শুরু করে তার শো এর প্রযোজকদের একের পরে এক অভিযোগ- সবকিছু মিলিয়ে মিশিয়ে রানু মণ্ডল স্টারডম ধুলিস্যাৎ হয়ে যায় অচিরেই। রানু ফের ফিরে আসেন তার রানাঘাটের বাড়িতেই। বর্তমানে প্লেব্যাক সিঙ্গিং এর কাজ না পেলেও যেই সোশ্যাল মিডিয়া তাকে ভাইরাল করেছিল সেই সোশ্যাল মিডিয়া কিন্তু তার পিছু ছাড়েনি। প্রায়ই নানান ইউটিউবারেরা মাঝে মধ্যেই রানুর বাড়িতে তার ইন্টারভিউ নিতে হাজির হয়। সম্প্রতি একটি ফেসবুক ইন্টারভিউতে প্রকাশ পেল রানু মন্ডলের আরও একটি চমকপ্রদ পারফরম্যান্স।
advertisement
advertisement
অদ্ভুত পোশাকে এবার নেচে ভাইরাল হলেন রানু। অনিমেষ দেবনাথ নামে এক ফেসবুক ইউজার রানু মণ্ডলের বাড়িতে তার ইন্টারভিউ নিতে যায়। তাঁরই শেয়ার করা এক ফেসবুক ভিডিওতে রানুকে একটি আকাশী নীল রঙের নাইটি পড়ে কোমরে গামছা বেঁধে একটি রিমিক্স হিন্দি গানের তালে জমিয়ে নাচতে দেখা যায়। 'রানুদি' অবশ্য একাই নাচেননি। তার সাথে তাল মিলিয়ে নেচেছেন ফেসবুক ইউজার অনিমেষও।
advertisement
এতদিন সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডলের গানের ভিডিও দেখে নেটিজেনরা অভ্যস্ত ছিল। এবার রানুদিকে নাচতে দেখে বেজায় উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তাঁরা। তাই ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হওয়ার পাশাপাশি নেটিজেনরা রানুর এমন প্রাণখোলা নাচ দেখে রীতিমতো হেসে খুন। প্রসঙ্গত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রানু মণ্ডলের বায়োপিক এর শুটিং।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ranu Mandal Viral Video: তুমুল নাচ রানাঘাটের রানুর! পরনে নীল নাইটি-লাল গামছা! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement