Raksha Bandhan 2021|| রাখীতে ভাই-বোনকে ট্রিট দিতে চান? দুর্দান্ত অফার নিয়ে হাজির What's Up ক্যাফে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
What's Up Cafe: 122 Southern Avenue-র এই ক্যাফে খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। রাখীর দিনেও এই নির্দিষ্ট সময়ের মধ্যে খোলা থাকবে ক্যাফে।
#কলকাতা: শ্রাবণের পূর্ণিমা তিথিতে ভারতের প্রায় প্রতি ঘরেই উদযাপিত হয় রক্ষাবন্ধন বা রাখি উৎসব (Raksha Bandhan 2021)। ভাই-বোনের সৌহার্দ্যের এই উদযাপন বারো মাসের তেরো পার্বণের অন্যতম। চলতি বছরে এই উৎসব পড়েছে ২২ অগাস্ট, রবিবারে। পঞ্জিকা মতে সকাল ৬.১৯ মিনিট থেকে বিকেল ৫.৩১ মিনিটের মধ্যে রাখী বেঁধে দিতে হবে ভাইবোনের হাতে।
ভারতীয় উৎসব আর তাতে খাওয়াদাওয়া, মিষ্টিমুখ হবে না? এমন কি হতে পারে? একেবারেই না। তাই ভাইবোনের জন্য তো বটেই, বন্ধু-বান্ধব পরিবারের সকলের জন্য রাখীর অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলতে দুর্দান্ত একাধিক অফার এবং রাখীর দিনের স্পেশ্যাল মেনু নিয়ে হাজির শহরের জনপ্রিয় রুফটপ ক্যাফে What's Up।

advertisement
advertisement
122 Southern Avenue-র এই ক্যাফে খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। রাখীর দিনেও এই নির্দিষ্ট সময়ের মধ্যে খোলা থাকবে ক্যাফে। ক্যাফে কর্তৃপক্ষ জানিয়েছে, রাখী স্পেশ্যাল মেনুতে থাকছে বেকড ক্রিমি স্পিনাচ উইথ কর্ন, পালক লসুনি, খাকরা, জয়পুরি কচুরি পেঁয়াজওয়ালা, রারা গোস্ত, মটন দইবড়া, মার্গারিটা পিজ্জা, পালক কিমা, গ্রিলড মাছ এবং চিকেনের প্ল্যাটার, সিজলিং ব্রাউনি, টু-ইন ওয়ান পেন্না কোটা।
advertisement

ক্যাফের সিগনেচার মকটেলে থাকবে স্পাইসি আলফানসো অ্যান্ড গুয়াভা হারি মির্চ। সিগনেচার ককটেল ডাব পাঞ্চ এবং ডাঙ্কেন প্যারট। শেফ রেকমেন্ডেশন মেনুতে থাকবে রারা গোস্ত, পালক কিমা, গ্রিলড মাছ এবং চিকেনের প্ল্যাটার এবং সিজলিং ব্রাউনি। দারুন সব খাবার চেখে দেখা জন্য ২ দু'জনের খরচ হতে পারে কম-বেশি ১২০০ টাকা। তবে অবশ্যই পানীয় বাদে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2021 4:11 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Raksha Bandhan 2021|| রাখীতে ভাই-বোনকে ট্রিট দিতে চান? দুর্দান্ত অফার নিয়ে হাজির What's Up ক্যাফে