Easy Pulao Recipe: বাড়িতেই বানান সুস্বাদু পোলাও! রইল চটজলদি রেসিপি...তারিফ পাবেন পরিবারের সকলের

Last Updated:

Easy Pulao Recipe: সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন চটজলদি সুস্বাদু খাবার বানানো সকলের জন্য‌ই প্রয়োজনীয় হয়ে থাকে। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি ও সুস্বাদে ভরপুর পোলাও।

+
অফিস

অফিস বাড়ির দৌড়া-দৌড়িতে রান্না করতে হয় চটজলদি! বানিয়ে ফেলুন স্বাদে ভরপুর পোলাও

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : ছুটির দিনগুলোতে চিকেন, মটন নিয়ে মেতে থাকলেও, সপ্তাহের অন্য দিনগুলোতে একটু হালকা খাবারই মন চায়। আর তাছাড়া অফিস বাড়ির দৌড়োদৌড়িতে রান্নাও করতে হয় চটজলদি। কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হয় স্বাদের দিকটিও।
সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন চটজলদি সুস্বাদু খাবার বানানো সকলের জন্য‌ই প্রয়োজনীয় হয়ে থাকে। বাঙালির রান্নাঘরে পোলাও বেশ জনপ্রিয় একটি খাবার। বাড়ির ছোট থেকে বড় সকলের অত্যন্ত প্ৰিয় খাবার এই পোলাও। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি ও সুস্বাদে ভরপুর পোলাও। দেখে নিন পোলাও রান্নার সহজ রেসিপি।
তাহলে দেখে নেওয়া যাক পোলাও তৈরির রেসিপি –
advertisement
advertisement
প্রথমেই পরিমাণ মতো ফুলকপি, গাজর ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। এমনকি পরিমাণ মতো মটরশুঁটি খোসা ছাড়িয়ে ছুলে নিতে হবে। পরিমাণ মতো চিনাবাদাম ও কিশমিশ ভাল করে ধুয়ে রাখতে হবে। এরপর একটা পাত্রে পরিমাণ মতো আতপ চাল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য হলুদ, নুন, জিরের গুঁড়ো, আদাবাটা, চিনি দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে।
advertisement
এর পর প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে ছোট কিউব করে কাটা গাজর, হলুদ, লবণ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে সামান্য জিরে, তেজপাতা কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে নিতে হবে। তারপর কিউব করে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে একে একে ভেজে রাখা গাজর ও ছুলে রাখা মটরশুঁটিগুলো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
advertisement
সবজিগুলো ভাল ভাবে ভাজা হয়ে গেলে তাতে মশলা মেশানো আতপ চাল দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। এর পর জল ঝরানো চিনাবাদাম ও কিছুটা কিশমিশ দিয়ে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভাল করে নেড়ে চেড়ে নিতে হবে।
আরও পড়ুন : শীতকালে রোজ দেদার কমলালেবু খাচ্ছেন? দেখুন এই ফল বেশি খেলে কী ভয়ানক ক্ষতি হতে পারে শরীরের
এর পর একটা পাত্রে পরিমাণ মতো জল গরম করে কড়াইয়ে ঢেলে নিতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে চাল সেদ্ধ হয়ে যাওয়া অবধি। চাল সেদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে গেলে উপর থেকে বেশ কিছুটা ঘি এবং গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি। গরম গরম পরিবেশন করুন চটজলদি পোলাও। মন কাড়বে আপনার আমার সকলের।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Easy Pulao Recipe: বাড়িতেই বানান সুস্বাদু পোলাও! রইল চটজলদি রেসিপি...তারিফ পাবেন পরিবারের সকলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement