Puja-Fashion-2022: মেক-আপ যেন ঘামে গলে না যায়! জানুন কীভাবে স্থায়ী করবেন মুখের বেস মেক-আপ!

Last Updated:

Puja-Fashion-2022: মেক আপ গলে গেলে বা উঠে গেলে আপনার পুরো সাজটাই নষ্ট। তাই মেক আপের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে।

#কলকাতা: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। কেনাকাটা সব শেষ । কোনদিন কোন পোশাক পরবেন তাও ভাবা হয়ে গিয়েছে। তবে পুজোর সময় মেক আপটা খুবই নজরে রাখার বিষয়। মেক আপ গলে গেলে বা উঠে গেলে আপনার পুরো সাজটাই নষ্ট। তাই মেক আপের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আর মেক-আপের জন্য নজর দিতে হবে এখন থেকেই। মেক-আপ কিনবেন কিভাবে? প্রথমে কোনও এক্সপার্টের কাছে গিয়ে নিজের ত্বক কেমন তা জেনে নিন। জানুন নিজের স্কিন টোন। তারপর বাজার থেকে দামি বা ভাল কোম্পানির মেক-আপ প্রোডাক্ট কিনুন। মনে রাখতে হবে মেক-আপ প্রোডাক্ট সব সময় ভাল কোম্পানি থেকে কিনতে হয়। সস্তার প্রোডাক্ট কিন্তু মেক-আপ তো খারাপ করেই সেই সঙ্গে ত্বকের জৌলুসও কমায়। তাই কেনার সময় থেকেই মেক-আপের দিকে নজর দিন।
মেক-আপ করার আগে বেসিক কতগুলি নিয়ম মানতে হবে। প্রথমেই ভাল ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করুন। তারপর স্ক্রাবার দিয়ে স্ক্রাব করুন। এরপর টোনার দিয়ে মুখ পরিস্কার করুন। ভাল করে মুখ পরিস্কার হয়ে গেলে মুখে বরফ ঘষুন কিছুক্ষণ। এরপর প্রাইমার লাগান মুখে। প্রাইমার ছাড়া মেক আপ কখনই দীর্ঘস্থায়ী হয় না।
advertisement
advertisement
এর পর যদি মুখে কোথাও কোনও কাটা দাগ থাকে বা ছোপ থাকে তাহলে তার ওপর কনসিলর লাগিয়ে নিন। স্কিন টোন অনুযায়ী কনসিলার লাগান। তারপর ফাউন্ডেশন নিয়ে ফোটা ফোটা করে সারা মুখে লাগান। এবার স্পঞ্জ দিয়ে মুখে ফাউন্ডেশন ট্যাপ করুন। ফাউন্ডেশন ঘষবেন না। মুখে থুপে থুপে ফাউন্ডেশন মেশান। এর পর চোখ আঁকুন। বা মুখের অন্য মেক আপ করুন। এভাবে করলে মেক-আপ দীর্ঘ-স্থায়ী হবে। আপনি নিশ্চিন্তে প্যান্ডেলে ঘুরতে পারবেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja-Fashion-2022: মেক-আপ যেন ঘামে গলে না যায়! জানুন কীভাবে স্থায়ী করবেন মুখের বেস মেক-আপ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement