Puja-Fashion-2022: পুজোয় চোখে পড়ার মতো চোখের মেক-আপ করুন! জেনে নিন নতুন চমক

Last Updated:

Puja-Fashion-2022: পুজোর সাজে চোখের মেক-আপ মানানসই হতেই হবে। চোখই আপনাকে করে তুলবে অনন্য! জানুন পদ্ধতি!

#কলকাতা: দুর্গা পুজো মানেই নতুন জামা। জমিয়ে খাওয়া দাওয়া। ঠাকুর দেখা। বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা। প্রথম প্রেমে পড়া। আর জমাটি সাজ। মেক-আপ। আর মেক-আপের কথা বললে সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় তা হল চোখ। চোখের মেক-আপ নিখুঁত না হলে পুরো সাজটাই মাটি। তাই সব থেকে আগে চোখের মেক-আপের প্রয়োজনীয় সরঞ্জাম বেছে বেছে কিনতে হবে।
চোখের মেক-আপের জন্য যা যা করবেন--
কনসিলর: চোখের মেক-আপের জন্য কনসিলর খুব প্রয়োজনীয় জিনিস। নিজের স্কিন টোন অনুযায়ী কনসিলর কিনুন। প্রথমে কনসিলর দিয়ে চোখের ডার্ক সার্কেলের ওপর লাগান। চোখের পাতার ওপরও লাগান। তারপর ভাল করে মিশিয়ে নিন স্পঞ্জ দিয়ে।
আইশ্যাডো: চোখের রঙ বুঝে আইশ্যাডো ব্যবহার করলে সবচেয়ে ভাল। চোখের রঙের সঙ্গে কনট্রাস্ট করে এমন আইশ্যাডো ব্যাবহার করুন। কালো বা গাঢ় রং চোখের জন্যে ধূসর, নীল, সবুজ এবং বেগুনী রঙের শেড বেশ মানিয়ে যায়। আর হালকা রঙের চোখের সঙ্গে তামাটে, বাদামি বা ব্রোঞ্জ শেড ভাল মানায়। প্রথমে হালকা করে আইশ্যাডো ব্রাশ করুন। চোখের কতটা আপনি আইশ্যাডো দিতে চান সেটা আগে ঠিক করুন তারপর আইশ্যাডো ব্যবহার করুন। সব সময় লাইনার লাগানোর আগে শ্যাডো ইউস করুন।
advertisement
advertisement
আইলাইনার: আইশ্যাডো লাগানোর পর আইলাইনার লাগান। চোখের ওপরের পাতায় লাইনার লাগান। পেন্সিল দিয়ে লাইনার লাগালে আগে হাতে হালকা ঘষে নরম করে নিন পেন্সিলটাকে। এরপর নিজের চোখের আকার অনুযায়ী লাইনার ব্যবহার করুন। তারপর এর ওপর হালকা পাউডার ব্রাশ করে নিন। তাহলে অনেক্ষণ থাকবে লাইনার। এরপর চোখের নীচের অংশে কাজল পড়ে নিন।
advertisement
মাশকারা: এর পর চোখে মাশকারা লাগান। তবে মাশকার লাগানোর আগে চোখের পাতায় চোখ বন্ধ রেখে একটু পাউডার ব্রাশে করে নিয়ে লাগিয়ে নিন। তারপর মাশকারা ব্যবহার করুন। এরপর চাইলে কন্ট্যাক্ট লেন্সও পড়তে পারেন।
তবে পুজোর কদিন দিনের বেলায় চোখের মেক-আপ হালকা রাখুন। তাহলে আপনাকে ফ্রেশ দেখাবে। যেমন কাজল না চোখের নীচের অংশে না পরে সকালে শুধু আই লাইনার লাগান চোখের ওপরের পাতায়। তবে রাতে চোখের মেক-আপ অবশ্যই গাঢ় করুন। দেখতে ভাল লাগবে। তবে আপনি কি পোশাক পরছেন সেটা মাথায় রেখেই চোখের মেক-আপ করুন। খুব জমকালো জামা কাপড় পরলে চোখে খুব গাঢ় কাজল দেবেন না। তাহলে দেখতে খারাপ লাগবে। তবে যে পোশাকই পরুন না কেন চোখের মেক-আপ মাস্ট।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja-Fashion-2022: পুজোয় চোখে পড়ার মতো চোখের মেক-আপ করুন! জেনে নিন নতুন চমক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement