সোরিয়াসিস নিয়ে চিন্তা শেষ, ওষুধ আবিষ্কার ৭ বাঙালির! ত্বকের জঘন্য সমস্যা থেকে মুক্তি

Last Updated:

বিজ্ঞানীরা জানিয়েছেন, ৬০ জন নতুন রোগীর উপর ওষুধ প্রয়োগ করা হয়েছে। এর ফল ইতিবাচক হয়েছে বলে দাবি তাঁদের। (Psoriasis Treatment)

সোরিয়াসিসের ওষুধ
সোরিয়াসিসের ওষুধ
#কলকাতা: ত্বকের মারাত্মক রোগ সোরিয়াসিস। এই রোগেরই ওষুধ তৈরি করে নজির তৈরি করেছেন সাত বাঙালি। সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন সহ-অধিকর্তা শুভ্রা মণ্ডল-সহ সাত বাঙালি বিজ্ঞানী এই ভয়ঙ্কর রোগের ওষুধ তৈরি করে চমকে দিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, ৬০ জন নতুন রোগীর উপর ওষুদ প্রয়োগ করা হয়েছে। এর ফল ইতিবাচক হয়েছে বলে দাবি তাঁদের।
ইতিমধ্যেই একাধিক রোগী এই ওষুধের সুফল পেতে শুরু করেছেন। গিরিধারী বালি নামে এক সুস্থ হয়ে ওঠা রোগী বলেছেন, 'এর আগে অনেক চিকিৎসা করিয়েছি। কিছুই হচ্ছে না। এখান থেকে তেল নিয়ে শ্যাম্পু দিয়ে প্রথমে মাথায় লাগাই। ওই তেলটা ব্যবহার করার পরই সোরিয়াসিসের সমস্যা কমে যায় এবং মাথার চুলগুলিও ফিরে এসেছে।'
আরও পড়ুন: কমার্স ‌ও ইকনমিক্স পড়ার আগ্রহ কমছে, ৫০ শতাংশ আসন কমাল মালদহের বিশ্ববিদ্যালয়
সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন সহ-অধিকর্তা শুভ্রা মণ্ডল জানিয়েছেন, 'বহু ট্রায়াল দেওয়া হয়েছে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে এর সুফল পাওয়া গিয়েছে। তাঁরা বার বার এই ওষুধ এসে নিয়ে গিয়েছেন।' ২০০৪ সালে সোরিয়াসিস রোগ নিয়ে বাংলায় গবেষণা শুরু হয়। ওষুধ আবিষ্কার হল ২০২২-এ।
advertisement
advertisement
আরও পড়ুন: মল্লারপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মুখ খুললেন মমতা, ক্ষতিপূরণ-সহ বড় ঘোষণা
ক্লিনিকাল ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনারের দাবি, 'এতদিন এর কোনও উপযুক্ত ওষুধ ছিল না। এই করঞ্জা তেল দারুণ উপকার দিচ্ছে। এটি বিশেষ এক ধরনের গাছের বীজ দিয়ে তৈরি হয়। এবং ভাল খবর হল, বাংলা থেকেই হয়তো এই রোগের একটি যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে।' সোরিয়াসিস মারাত্মক এক চর্ম রোগ। জ্বালা, ব্যথা চুলকানির সঙ্গে এর থেকে মৃত্যুও হতে পারে। রাজাবাজার সায়েন্স কলেজ, সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউট ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই রোগের ওষুধ নিয়ে গবেষণা করেন।
advertisement
এখানকার সাত বাঙালি বিজ্ঞানী মিলেই সোরিয়াসিসের ওষুধ তৈরি করেছেন। ট্রায়াল সম্পূর্ণ হলে বাজারে পাওয়া যাবে এই তেল। বলা হয় এই রোগ সারা জীবন ধরে কষ্ট দেয়। কিন্তু সাত বাঙালির এই ওষুধ কয়েকদিন পর বাজারে চলে এলে এক বিরাট আশীর্বাদ রূপে আসতে পারে বলেই মনে করছেন গবেষকেরা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সোরিয়াসিস নিয়ে চিন্তা শেষ, ওষুধ আবিষ্কার ৭ বাঙালির! ত্বকের জঘন্য সমস্যা থেকে মুক্তি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement