Mamata Banerjee on Rampurhat Accident: মল্লারপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মুখ খুললেন মমতা, ক্ষতিপূরণ-সহ বড় ঘোষণা

Last Updated:

মারাত্মক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। বীরভূমের এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee on Rampurhat Accident)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে বীরভূমের মল্লারপুরে। মারাত্মক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। বীরভূমের এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় অটো চালককে৷ পরে তাঁরও মৃত্যু হয়। মৃতদের মধ্যে আটজন মহিলা এবং একজন পুরুষ বলে জানা গিয়েছে৷
বুধবার ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বীরভূমের মারাত্মক দুর্ঘটনার খবরে খুবই দুঃখিত, এতে ৯ জনের মৃত্যু হয়েছে। ৮ জন মহিলার মৃত্যু হয়েছে। সরকারের তরফে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। সমব্যথী স্কিমে প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা করে দেওয়া হবে শেষকৃত্যের জন্য। সঙ্গে দেওয়া হবে বিশেষ অনুদান।'
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: মাটি নিয়ে খেলা, লাল মাটির দেশের বিশেষ উদ্যোগে এক টুকরো ছেলেবেলার ছবি
ভয়াবহ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।বীরভূমের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মুও। প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি ট্যুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লাখ টাকা। আহতদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।'
advertisement
সোমবার বিকেলে মাঠে চাষের কাজ সেরে একটি অটোতে চড়ে রামপুরহাট থানার পারকান্দি গ্রামে ফিরছিলেন। তাঁদের মধ্যে আট জনই মহিলা শ্রমিক ছিলেন। অটোটি রামপুরহাটের দিকে আসছিল। সে সময় সিউড়িমুখী দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাস ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা মারে। দুমড়েমুষড়ে যায় অটো। ছিটকে গিয়ে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েন অটোর যাত্রীরা। আর সেই সময় তাঁদের উপর দিয়ে চলে যায় বাসটি। ঘটনাস্থলেই চালক সীতারাম হেমরম (২১) সহ-আট মহিলা শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে যশোমতী হেমরম (৫০), হাপান কালী বেসরা (৩০), হোপেনকুড়ি হেমব্রম (৩৫), মাকু হেমব্রম (১৮),শোনোদি হেমব্রম (৪০), শাকিলা হেমব্রম (৫৪), লক্ষ্মী হাঁসদা (৩৫) ও বাসন্তী সোরেন (৩৫)।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Rampurhat Accident: মল্লারপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মুখ খুললেন মমতা, ক্ষতিপূরণ-সহ বড় ঘোষণা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement