পুজোয় শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরতে হবে এমন চুড়ি-বালা, তবেই সাজ হবে সম্পূর্ণ!

Last Updated:

Durga Puja Fashion 2022: এখানে কিছু লেটেস্ট বালার কম্বিনেশন নিয়ে আলোচনা করা হল। রঙিন শাড়ির সঙ্গে এগুলো এককথায় অসাধারণ লাগবে।

মহিলাদের পছন্দের তালিকায় প্রথমেই আসে চুড়ি বা বালা
মহিলাদের পছন্দের তালিকায় প্রথমেই আসে চুড়ি বা বালা
নতুন শাড়ি এবং নতুন গয়না। এই দুটো জিনিস ছাড়া পুজো অসম্পূর্ণ। আর গয়নার কথা বললে মহিলাদের পছন্দের তালিকায় প্রথমেই আসে চুড়ি বা বালা। ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে এটা মানায়ও ভাল। মুশকিল হল, বাজারে চুড়ির বিপুল সম্ভার রয়েছে। তার মধ্যে থেকে পোশাকের সঙ্গে মানানসই বালা কিনতে গিয়ে হিমশিম খেতে হয়।
শাড়ি বা লেহঙ্গার সঙ্গে ডিজাইনার বালা পরলে খোলতাই হয় সাজ। স্টাইলিশও লাগে। শুধু ঠিকঠাক বেছে নিতে হবে। এখানে কিছু লেটেস্ট বালার কম্বিনেশন নিয়ে আলোচনা করা হল। রঙিন শাড়ির সঙ্গে এগুলো এককথায় অসাধারণ লাগবে।
ডিজাইনার বালা: শাড়ির সঙ্গে ডিজাইনার বালা সবচেয়ে ভালো মানায়। ডায়মন্ড লুকের বালা পছন্দ হলে পরতে হবে প্রিন্টেড শাড়ি। বাজারে অনেক ধরনের হিরে বা কুন্দনের বালা পাওয়া যায়। সেখান থেকে পছন্দ করে নিলেই হল। রুপোলি বা সোনালি রঙের বালা বেনারসি শাড়ি থেকে শুরু করে ভারি কাজের যে কোনও শাড়ির সঙ্গে পরা যায়। আবার কুন্দন বালা সুতির শাড়ির সঙ্গে ভাল মানাবে।
advertisement
advertisement
আরও পড়ুন :  সর্দিকাশি থেকে জন্ডিস, বর্ষার রোগ থেকে রেহাই পেতে আর রোগা হতে প্রাণভরে খান আনারস
ধাতব বালা: ভারি শাড়ি বা পোশাকের সঙ্গে ধাতব বালা দারুণ লাগে। লাল প্রিন্টেড শাড়ির সঙ্গে তো পরা যায়ই সাধারণ শাড়ির সঙ্গেও এই চুড়ি-বালা ভাল মানায়। শাড়ি অনুযায়ী বালার রঙ বেছে নেওয়া যায়। লাল শাড়ির সঙ্গে সিলভার প্লেইন মেটাল সেট দারুণ দেখাবে। তবে মাথায় রাখতে হবে, ধাতব সোনালি রঙের বালা কিন্তু সব শাড়ির সঙ্গে মানায় না।
advertisement
কালো চুড়ির সেট: কালো বালার ভাল দিক হল, এর অনেক ধরনের ডিজাইন তো আছেই, অন্যান্য চুড়ির সঙ্গে মিশিয়ে পরাও যায়। ভারি শাড়ি হলে মাঝারি সাইজের বালা পরাই ভাল। তবে কালো বালা সবচেয়ে ভাল খোলে লাল এবং গোলাপি রঙের শাড়ির সঙ্গে। বেনারসি শাড়িতে কালো চুড়ি পরা উচিত নয়। এতে লুক নষ্ট হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন :  মাত্র ৫ টি কাজ এখনই শুরু করুন, চুল নিয়ে আপনার সব চিন্তা দূর হবে পুজোর আগেই
কাচের চুড়ি: শাড়ির সঙ্গে কাচের চুড়ি পরা যায়। অনেক ধরনের ডিজাইন হয়। পছন্দ অনুযায়ী কিনে নিলেই হল। কাচের চুড়ির সঙ্গে ব্রেসলেটও পরা যায়। বাজারে সবচেয়ে বেশি চলে কাচের প্লেইন চুড়ি, প্রিন্টেড কাচের চুড়ি, কাচের চুড়ির সেট ইত্যাদি। যে কোনও শাড়ির সঙ্গেই কাচের চুড়ি পরা যায়। তবে শাড়ির রঙের সঙ্গে চুড়ির রঙ যাতে ম্যাচ হয় সেদিকে নজর দিতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরতে হবে এমন চুড়ি-বালা, তবেই সাজ হবে সম্পূর্ণ!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement