High heels: হাই হিল পরতে ভালোবাসেন? নিজেই বিপদ ডেকে আনছেন না তো?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Problems of wearing heels: সম্প্রতি এক মহিলা হাই হিল পরার নানা প্রভাব নিয়ে এমন মারাত্মক কিছু সত্য প্রকাশ করেছেন যা শুনলে মহিলারা হিল পরার আগে দু’বার ভাববেন ৷
#কলকাতা: জামাকাপড় থেকে জুতো, ফ্যাশন অনুযায়ী নিজেকে সাজিয়ে তুলে সব মহিলাই পছন্দ করেন। আর যে কোনও সময়ে ফ্যাশনিস্তাদের অন্যতম পছন্দ হাইহিল (High Heels)। কিন্তু কখনও কখনও অতিরিক্ত ফ্যাশন ট্রেন্ড ফলো করতে গিয়ে আমরা এমন কিছু সমস্যা নিজেরাই ডেকে আনি যা নিয়ে আমাদের প্রায় কোনও ধারণাই নেই। সম্প্রতি এক মহিলা হাই হিল পরার নানা প্রভাব নিয়ে এমন মারাত্মক কিছু সত্য প্রকাশ করেছেন যা শুনলে মহিলারা হিল পরার আগে দু’বার ভাববেন (Problems of wearing heels)।
তানিথ কেরি (Tanith Carey) একজন সুপরিচিত ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। সম্প্রতি, ‘দ্য সান নিউজ’ ওয়েবসাইটে তাঁর হাই হিল স্যান্ডেল নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে তিনি হিল পরার মারাত্মক কিছু প্রভাব সম্পর্কে বিশদ লিখেছেন। আশ্চর্যের বিষয় হল হাই হিল পরার এই সমস্যাগুলি সম্পর্কে অনেক মহিলাই অবহিত নন। তানিথ লিখছেন, তিনি এক সময় হিল পরতে খুব পছন্দ করতেন, কিন্তু একবার লন্ডন ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সেন্টারে হিল পরার পরে, তিনি তার পায়ের 3D স্ক্যান করেছিলেন যা তাকে হিল পরিহিত অবস্থায় ভিতরে তার পায়ের অবস্থা দেখিয়েছিল।
advertisement
advertisement
advertisement
তানিথ (Tanith Carey) বলেন, হাই-হিল স্যান্ডেল পরার পর, বিশেষ করে স্যান্ডেলে দীর্ঘক্ষণ পা গলিয়ে রাখলে পা খারাপ হয়ে যায়। তিনি বলেন, মহিলারা যখন এই ধরনের স্যান্ডেল পরেন, তখন তাদের বুড়ো আঙুল অনেকটাই খাড়া হয়ে উপরে উঠে থাকে। এমন পরিস্থিতিতে কোনও মহিলা দীর্ঘক্ষণ হিল পরে থাকলে তা অবশ্যই অস্বাস্থ্যকর। তিনি জানান, সমস্ত চাপ পায়ের আঙুলের উপর পড়ে এবং বুড়ো আঙুলের হাড়ের জয়েন্ট বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, মহিলারা যদি ১ ইঞ্চি হিলযুক্ত স্যান্ডেল পরেন তবে ফ্ল্যাট স্যান্ডেল পরার তুলনায় তাদের পায়ের তলায় ২২ শতাংশ বেশি চাপ পড়ে (Problems of wearing heels)। অন্যদিকে, কেউ যদি ৩ ইঞ্চি বা তার বেশি হিলের স্যান্ডেল পরেন, তবে এই চাপ ৭৫ শতাংশ বৃদ্ধি পায়। এ কারণে আঙ্গুলের শিরা শক্ত হয়ে যায়। তানিথ বলেন, হিলযুক্ত স্যান্ডেল পরলে পায়ের হাড়ও ভেঙে যাওয়ার এবং স্নায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
তা হলে? আর কি হিল পরে ঘোরা যাবে না। তানিথ অবশ্য জানিয়েছেন, শখে বা সৌন্দর্যের কারণে উৎসবে অনুষ্ঠানে এক-আধবার হিল পরাই যায়, কিন্তু সবসময় হাই হিল পরা আসলে পায়ের উপর অত্যাচার করারই সামিল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 11:26 AM IST