High heels: হাই হিল পরতে ভালোবাসেন? নিজেই বিপদ ডেকে আনছেন না তো?

Last Updated:

Problems of wearing heels: সম্প্রতি এক মহিলা হাই হিল পরার নানা প্রভাব নিয়ে এমন মারাত্মক কিছু সত্য প্রকাশ করেছেন যা শুনলে মহিলারা হিল পরার আগে দু’বার ভাববেন ৷

হাই হিল পরতে ভালোবাসেন? নিজেই বিপদ ডেকে আনছেন না তো?
হাই হিল পরতে ভালোবাসেন? নিজেই বিপদ ডেকে আনছেন না তো?
#কলকাতা: জামাকাপড় থেকে জুতো, ফ্যাশন অনুযায়ী নিজেকে সাজিয়ে তুলে সব মহিলাই পছন্দ করেন। আর যে কোনও সময়ে ফ্যাশনিস্তাদের অন্যতম পছন্দ হাইহিল (High Heels)। কিন্তু কখনও কখনও অতিরিক্ত ফ্যাশন ট্রেন্ড ফলো করতে গিয়ে আমরা এমন কিছু সমস্যা নিজেরাই ডেকে আনি যা নিয়ে আমাদের প্রায় কোনও ধারণাই নেই। সম্প্রতি এক মহিলা হাই হিল পরার নানা প্রভাব নিয়ে এমন মারাত্মক কিছু সত্য প্রকাশ করেছেন যা শুনলে মহিলারা হিল পরার আগে দু’বার ভাববেন (Problems of wearing heels)।
তানিথ কেরি (Tanith Carey) একজন সুপরিচিত ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। সম্প্রতি, ‘দ্য সান নিউজ’ ওয়েবসাইটে তাঁর হাই হিল স্যান্ডেল নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে তিনি হিল পরার মারাত্মক কিছু প্রভাব সম্পর্কে বিশদ লিখেছেন। আশ্চর্যের বিষয় হল হাই হিল পরার এই সমস্যাগুলি সম্পর্কে অনেক মহিলাই অবহিত নন। তানিথ লিখছেন, তিনি এক সময় হিল পরতে খুব পছন্দ করতেন, কিন্তু একবার লন্ডন ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সেন্টারে হিল পরার পরে, তিনি তার পায়ের 3D স্ক্যান করেছিলেন যা তাকে হিল পরিহিত অবস্থায় ভিতরে তার পায়ের অবস্থা দেখিয়েছিল।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Tanith Carey (@tanithcarey)

advertisement
তানিথ (Tanith Carey) বলেন, হাই-হিল স্যান্ডেল পরার পর, বিশেষ করে স্যান্ডেলে দীর্ঘক্ষণ পা গলিয়ে রাখলে পা খারাপ হয়ে যায়। তিনি বলেন, মহিলারা যখন এই ধরনের স্যান্ডেল পরেন, তখন তাদের বুড়ো আঙুল অনেকটাই খাড়া হয়ে উপরে উঠে থাকে। এমন পরিস্থিতিতে কোনও মহিলা দীর্ঘক্ষণ হিল পরে থাকলে তা অবশ্যই অস্বাস্থ্যকর। তিনি জানান, সমস্ত চাপ পায়ের আঙুলের উপর পড়ে এবং বুড়ো আঙুলের হাড়ের জয়েন্ট বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, মহিলারা যদি ১ ইঞ্চি হিলযুক্ত স্যান্ডেল পরেন তবে ফ্ল্যাট স্যান্ডেল পরার তুলনায় তাদের পায়ের তলায় ২২ শতাংশ বেশি চাপ পড়ে (Problems of wearing heels)। অন্যদিকে, কেউ যদি ৩ ইঞ্চি বা তার বেশি হিলের স্যান্ডেল পরেন, তবে এই চাপ ৭৫ শতাংশ বৃদ্ধি পায়। এ কারণে আঙ্গুলের শিরা শক্ত হয়ে যায়। তানিথ বলেন, হিলযুক্ত স্যান্ডেল পরলে পায়ের হাড়ও ভেঙে যাওয়ার এবং স্নায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
তা হলে? আর কি হিল পরে ঘোরা যাবে না। তানিথ অবশ্য জানিয়েছেন, শখে বা সৌন্দর্যের কারণে উৎসবে অনুষ্ঠানে এক-আধবার হিল পরাই যায়, কিন্তু সবসময় হাই হিল পরা আসলে পায়ের উপর অত্যাচার করারই সামিল।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
High heels: হাই হিল পরতে ভালোবাসেন? নিজেই বিপদ ডেকে আনছেন না তো?
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement