পার্টি থেকে অনুষ্ঠান, এবারের দীপাবলিতে পারফেক্ট পাউট পেতে মেনে চলুন এই সহজ টিপস!

Last Updated:

Diwali Make Up || মেকআপের সাহায্যেও এটা করা যায়। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।

ঠোঁট নিয়ে অনেকেরই অবসেশন থাকে। লাল টুকটুকে ঠোঁট শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটা সেক্স সিম্বলও। আজকাল তো সেলফির যুগ। পাউট করা ঠোঁট না হলে চলে না! তাই যত্ন নিতে হবে যথাযথ। আর হ্যাঁ, মসৃণ ঠোঁট কিন্তু এক ধাক্কায় সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকখানি।
পাতলা ঠোঁটের কারণে অনেকেই হতাশায় ভোগেন। মেকআপও বিবর্ণ দেখায়। ইদানীং অবশ্য ঠোঁট বড় দেখাতে অনেক রকমের পণ্য বাজারে এসেছে। কিন্তু অনেকেই জানেন না এই পণ্যগুলো কীভাবে ঠোঁটকে বড় করে। মেকআপের সাহায্যেও এটা করা যায়। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
আরও পড়ুন: অসাধারণ সুযোগ, বিলাসবহুল ক্রুজে এবার ঘুরে আসুন সুন্দরবন! দুরন্ত সুযোগ
ওমব্রে লিপস দেখতে মোহময়ী: পাতলা ঠোঁটকে পাউটি দেখাতে চাইলে দিতে হবে ওমব্রে এফেক্ট। এর জন্য লিপ পেনসিল এবং একটি গাঢ় ও একটি হালকা রঙের লিপস্টিক।
advertisement
advertisement
লিপ লাইনারের সঠিক ব্যভারেই ম্যাজিক: লিপ লাইনার তো দীর্ঘ দিন ধরেই ব্যবহার করা হয়। কিন্তু সঠিক ভাবে করা হয় কি? পাতলা ঠোঁট হলে ঠোঁটের বাইরের প্রান্ত থেকে আউটলাইন করা শুরু করতে হবে। এতে ঠোঁট জুড়ে একটা বিভ্রম তৈরি হবে। ঠোঁটও বড় দেখাবে। সঠিক রূপ দিতে এ জন্য গাঢ় বাদামি ও গাঢ় মেরুন রঙ ব্যবহার করা যায়।
advertisement
পাউটি ঠোঁটের জন্য লিপ গ্লস খুব দরকারি: ঠোঁট বড় এবং পাউটি দেখাতে গ্লস খুব দরকারি জিনিস। এটি ঠোঁটকে খুব সহজেই চকচকে করে তুলতে সাহায্য করে। লিপস্টিক লাগানোর পরে কিংবা লিপস্টিক না লাগিয়ে শুধু গ্লস ব্যবহার করা যায়। তবে গ্লস অল্প লাগানোই উচিত। খেয়াল রাখতে হবে যাতে বেশি আঠালো হয়ে না যায়। দীর্ঘ সময় যাতে থাকে সেদিকটাও মাথায় রাখতে হবে।
advertisement
হাইলাইটার ব্যবহারের পদ্ধতি: ঠোঁটে ভিন্ন এবং পাউটি এফেক্ট দিতে হাইলাইটার ব্যবহার সবচেয়ে ভাল উপায়। এতে ঠোঁট বড় দেখাবে। ম্যাট লিপস্টিকের উপর পাউডার হাইলাইটার ব্যবহার করা যায়। এছাড়া বোল্ড লুক দিতে চাইলে শ্যাম্পেন রঙের হাইলাইটার বেছে নিতে হবে। এগুলো ঠোঁটে একটা ভিন্ন লুক এনে দেবে। সঙ্গে ঠোঁট বড় এবং পাউটি দেখাবে। তাছাড়া এভাবে সাজালে ঠোঁট দেখতেও সুন্দর লাগে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পার্টি থেকে অনুষ্ঠান, এবারের দীপাবলিতে পারফেক্ট পাউট পেতে মেনে চলুন এই সহজ টিপস!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement