একদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা জায়গা, সাক্ষী হবেন অনন্য অভিজ্ঞতার !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
কলকাতার খুব কাছে এই গ্রাম। ধীরে ধীরে পরিচিতি পেয়েছে পর্যটন মানচিত্রে।
ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান ট্যুর ডেস্টিনেশন এর মধ্যে উল্লেখযোগ্য হল ঝাড়গ্রাম। পাতা ঝরা বসন্তের মরশুমে মোহনীয় রূপ সবুজে ঘেরা জঙ্গলমহলে। জঙ্গলমহলের কোথাও নদী, কোথাও ছোট ছোট টিলা, কোথাও আবার পাহাড়। কোথাও লেক কোথাও আবার পাখিরালয়।
মাদলের তালে তালে ছোট্ট ছোট্ট হোমস্টেতে রাত্রি যাপন, সবে মিলে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে আসতেই হবে ঝাড়গ্রামে। জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম প্রধান দর্শনীয় স্থান বেলপাহাড়ি। এখানে রয়েছে ঢাঙ্গীকুসুম, ঘাঘরা ওয়াটার ফলস, লাল জল গুহা, তারাফেনী ড্যাম সহ বেশ কিছু ঘোরার জায়গা।
advertisement
advertisement
বেলপাহাড়ি থেকে সামান্য কিছুটা দূরে ঝাড়গ্রামে রয়েছে কনক দূর্গা মন্দির। সপ্তাহ শেষে ১-২ দিনের ছুটিতে অবশ্যই ঘুরে দেখতে পারেন জঙ্গলমহলের বেলপাহাড়ির কিছু দর্শনীয় স্থান। এখানে রয়েছে একাধিক রিসর্ট, হোম স্টে, সবুজে ঘেরা জঙ্গল, আরও কত কী। কলকাতার খুব কাছে জঙ্গলমহলের এই গ্রাম। ধীরে ধীরে পরিচিতি পেয়েছে পর্যটন মানচিত্রে।
চারিদিকে ছোট বড় পাহাড়ে ঘেরা বেলপাহাড়ির এই জায়গা। মাঝে ছোট্ট শান্ত জলপ্রপাত। সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকে এখানে। কালো পাথরের গা বেয়ে ঝরে পড়ছে ঝরনার জল, যা ভুলিয়ে দেবে আপনার সারাদিনের ক্লান্তিকে।
advertisement
পাশেই আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন দেখতে পাবেন আপনি। রয়েছে আদিবাসী মানুষজনের তৈরি নানা খাবার। জঙ্গলমহলের গ্রাম ঢাঙ্গিকুসুম। মূলত অখ্যাত এই গ্রাম বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে এলেই পাথরের গা বেয়ে যেতে হবে আপনাকে ঝর্ণার কাছে।
advertisement
যদিও এই ঝর্ণা বছরের মূলত বর্ষাকালের সময় চাকচিক্য থাকলেও অন্যান্য সময় তেমন চাকচিক্য মেলে না। তবে পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা ধরে জঙ্গলের মধ্যে যাওয়া এবং এখানকার অধিবাসীদের তৈরি পাথরের নানান জিনিসপত্র মন কাটবে আপনার।
বেলপাহাড়িথেকে কিছুটা দূরেই রয়েছে তারাফেনী ড্যাম। সুন্দর জলরাশি এবং সবুজে ঘেরা এলাকায় মন মুগ্ধ করবে আপনার। এছাড়াও রয়েছে খান্দারানি লেক সহ নানা দেখার জায়গা। তাই সপ্তাহের ছুটিতে পরিবার বন্ধুদের নিয়ে ঘুরে যান বেলপাহাড়ি থেকে।
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 8:17 PM IST