Money Making Tips: এই ভাবে গাছের ‌যত্ন শুরু করে দিন চলতি মাস থেকেই! লাভ হবে দ্বিগুণ

Last Updated:

ছোট বয়সের গাছের পরিচর্যা একরকম প্রাপ্তবয়স্ক বা বড় গাছের পরিচর্যা অন্যরকম ভাবে করতে হবে।

+
title=

মালদহ: লিচু গাছের পরিচর্যা এই সময় করতে হবে। তবেই গাছে ভাল মুকুল আসবে। ভাল মুকুল ফুটলে ফলে ভরে উঠবে গাছ। লাভবান হবেন কৃষকেরা। তবে লিচু গাছের পরিচর্যা একটু অন্যরকম। সঠিক পদ্ধতিতে লিচুর গাছের পরিচর্যা না করলে ফলনে মার খাওয়ার সম্ভাবনা প্রবল। আবার বয়স অনুযায়ী লিচু গাছের পরিচর্যা করতে হয়।
ছোট বয়সের গাছের পরিচর্যা একরকম প্রাপ্তবয়স্ক বা বড় গাছের পরিচর্যা অন্যরকম ভাবে করতে হবে। অনেক কৃষকই গাছের এই পরিচর্যা সম্বন্ধে সঠিক পদ্ধতি জানেনা। ফাল্গুন মাসেই লিচু গাছের পরিচর্যা করতে হবে। যদিও উদ্যানপালন দফতরের কর্তারা বলছেন, বছরে তিনবার লিচু গাছের পরিচর্যা করতে হয়। বর্ষা শুরুর আগে বর্ষা শেষে আর ফাল্গুন মাসে। অর্থাৎ এখন ফাল্গুন মাস চলছে। লিচু গাছের পরিচর্যার সময় এখন। কিভাবে পরিচর্যা করবেন জানুন,যদি লিচু গাছের বয়স পাঁচ বছরের মধ্যে হয়।
advertisement
advertisement
তাহলে সেই গাছে পাঁচ কেজি থেকে ১০ কেজি জৈব সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া দিতে হবে ৫০ গ্রাম ১০০ গ্রাম ফসফেট ৩০ গ্রাম পটাস। গাছের বয়স ছয় বছর বা তার বেশি হলে প্রায় ৩০ কেজি জৈব সার, ৫০০ গ্রাম ইউরিয়া ৪০০ গ্রাম ফসফেট ৩৫০ গ্রাম পটাশ।গাছের গোড়ায় সার প্রয়োগের নিয়ম হল, একটি গাছের ছায়া যতদূর পর্যন্ত বিস্তৃত হয়। গোল করে সেই পর্যন্ত গাছের গোড়ার মাটি আলগা করতে হবে। সেখানে এই সমস্ত সার গুলি দিতে হবে। এই পদ্ধতিটাই লিচু গাছের পরিচর্যা করলে গাছের ফলন ব্যাপকহারে বৃদ্ধি পাবে।
advertisement
মালদহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, প্রয়োজন সঠিক পদ্ধতিতে লিচু গাছের পরিচর্যা। তবেই গাছে ভাল ফলন আসবে। লাভবান হবেন কৃষকেরা।
মালদহ জেলার বেশ কিছু ব্লকে লিচু প্রধান অর্থকরী ফসল। এই মুহূর্তে অনেক গাছেই মুকুল আসতে শুরু করেছে। এই সময় সঠিক পরিচর্যা করতে না পারলে গাছে ভাল ফলন হবে না। তাই উদ্যানপালন দফতরের কর্তারা গাছের পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন।
advertisement
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই ভাবে গাছের ‌যত্ন শুরু করে দিন চলতি মাস থেকেই! লাভ হবে দ্বিগুণ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement