Salary Hike: চলতি বছরে ৯.৬ শতাংশ গড় বেতন বৃদ্ধি করতে পারে ভারতীয় সংস্থাগুলি; দাবি ইওয়াই রিপোর্টে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সেই রিপোর্টে আরও বলা হয়েছে যে, হাইব্রিড ওয়ার্ক কালচার জনপ্রিয়তা অর্জন করছে।
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ৯.৬ শতাংশ গড় বেতন বৃদ্ধি করবে ভারতীয় কোম্পানিগুলি। যা ২০২৩ সালের প্রকৃত বৃদ্ধির প্রায় সমান। বুধবার প্রকাশ্যে আসা ইওয়াই রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে। সেই রিপোর্টে আরও বলা হয়েছে যে, হাইব্রিড ওয়ার্ক কালচার জনপ্রিয়তা অর্জন করছে। কারণ এর মাধ্যমে পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য তো থাকছেই, সেই সঙ্গে উৎপাদনশীলতা এবং সন্তুষ্টিও বাড়ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
ইওয়াই ইন্ডিয়ার এইচআর টেকনোলজি অ্যান্ড লার্নিং, পিপল অ্যাডভাইজরি সার্ভিসেস, টোটাল রিওয়ার্ডস, পার্টনার এবং লিডার অভিষেক সেন বলেন যে, “যদিও ইন্ডিয়া আইএনসি-র সামগ্রিক গড় বেতন বৃদ্ধি গত বছরের তুলনায় স্থির থাকছে, তবে ই-কমার্স, আর্থিক পরিষেবা এবং পেশাদার পরিষেবা সংস্থাগুলির মতো কিছু সেক্টর ২০২৪ সালে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির জন্য প্রস্তুত।”
advertisement
advertisement







